ইন্দ্রানী সেন,বাঁকুড়া: গোপনসূত্রে খবর পেয়ে অবৈধ গাঁজা গাছ উদ্ধার করলেন বাঁকুড়ার আবগারি দপ্তরের আধিকারিকরা। গোপন সূত্রে খবর পেয়ে ঐ দপ্তরের আধিকারিকরা। দীর্ঘদিন ধরে গঙ্গাজলঘাটি থানা এলাকার কেশিয়াড়া গ্রামে অবৈধ গাঁজা গাছ চাষের খবর ছিল বৃহস্পতিবার অতর্কিতে হানা দিয়ে স্থানীয় একটিবাড়ির ভীতর থেকে বেশ কিছু গাঁজা গাছের সন্ধান পান আবগারি দফতরের আধিকারিকরা। এক আধিকারিক বলেন,” সরকারী নিয়মানুযায়ী এই মাদক দ্রব্যের চাষ সম্পূর্ণ নিষিদ্ধ।”
এদিন ঐ বাড়ির ভীতরে চাষ করা গাঁজা গাছ গুলি আবগারি দপ্তরের আধিকারিকরা সংগ্রহ করেছেন বলে জানা গেছে। ঐ বাড়ির গৃহকর্ত্রী পুতুল বাদ্যকর গাঁজা চাষের অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন। তিনি বলেন, “তারা কেউ চাষ করেননি। বীজ পড়েই এই গাছ হয়েছে।”
অন্যদিকে এবিষয়ে আবগারি দপ্তরের আধিকারিক সন্তোষ সেনগুপ্ত বলেন, “কোনভাবেই এই চাষ কেউ করতে পারেননা। আমরা বেশ কিছু গাঁজা গাছ উদ্ধার করেছি। হঠাৎ করে এই এলাকায় নিয়ম বর্হিভুত ভাবে এই গাছ চাষ করা হচ্ছে সে বিষয়ে তদন্ত চলছে।