বাংলাহান্ট ডেস্ক : বর্তমান যুগে আমাদের সকলের জীবনের অঙ্গ হয়ে উঠেছে হাতে থাকা মোবাইল ফোন (Mobile Phone)। সময়ের সাথে তাল মিলিয়ে বদল এসেছে মোবাইল প্রযুক্তিতেও। একটা সময়ে ছোট্ট এই যন্ত্রের মাধ্যমে শুধুমাত্র বার্তালাপ বা এসএমএস করা সম্ভব হত। তবে বর্তমান যুগে স্মার্টফোন আমূল পরিবর্তন এনেছে আমাদের লাইফস্টাইলে।
মোবাইল ফোনের (Mobile Phone) জমানা শেষ
শুধু কথা বলা নয়, অফিসের কাজ থেকে নিত্যদিনের নানান কাজকর্ম সম্ভব হচ্ছে এই স্মার্টফোনের (Smartphone) সাহায্যেই। তবে এই স্মার্টফোনের যুগই নাকি শেষ হতে চলেছে এবার। মেটা প্রধান মার্ক জুকারবার্গই করেছেন এমন চাঞ্চল্যকর বক্তব্য। আগামী ১০ বছরের মধ্যে জাদুঘরে রেখে দিতে হবে আমার-আপনার হাতে থাকা মোবাইল ফোনটিকে (Mobile Phone)।
আরোও পড়ুন : ‘আমাদেরই দলের দু-একজন…’! BJP-র অন্দরে চলছে প্রতারণা? বোমা ফাটালেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়
মার্ক জুকারবার্গ জানিয়েছেন, স্মার্টফোনের জায়গা দখল করে নিতে আসছে স্মার্টগ্লাস (Smart Glass)। আগামীদিনে আমাদের জীবন এমন ডিজিটাল হবে যে সাধের স্মার্টফোন স্থান পাবে কোনও জাদুঘরে। স্মার্টগ্লাস প্রযুক্তি যুগান্তকারী ডিজিটাল পরিবর্তন আনতে চলেছে আমাদের সকলের জীবনে। আর হাতে ধরে নয়, স্মার্টগ্লাসের মাধ্যমে সবকিছুই ঘটবে চোখের সামনে।
আরোও পড়ুন : ‘আমাদেরই দলের দু-একজন…’! BJP-র অন্দরে চলছে প্রতারণা? বোমা ফাটালেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়
চোখের সামনে ধরা স্মার্টগ্লাস পরিচালিত হবে অনন্য ডিজিটাল পদ্ধতিতে। আর পকেট থেকে বের করে স্মার্টফোন ব্যবহার করতে হবে না ব্যবহারকারীদের। চোখের নিমেষেই চোখে ধরা স্মার্টগ্লাস অপারেট করতে পারবেন গ্রাহকরা। জানা যাচ্ছে, অ্যাপেল ও মেটা জোরকদমে স্মার্টগ্লাসের উপর কাজ চালাচ্ছে। একইসাথে কোটি কোটি স্মার্টগ্লাস তৈরির কাজে নেমেছে এই দুই টেক জায়ান্ট।
জুকারবার্গ (Mark Zuckerberg) জানান, এই স্মার্টগ্লাসের ওজন এতটাই হালকা যে সারাদিন চোখে পরে থাকলেও সমস্যা হবে না। স্মার্টগ্লাসের মাধ্যমেই সেরে ফেলা যাবে স্মার্টফোনের কাজ। সেই স্মার্টগ্লাসের সাথেই সংযুক্ত থাকবে হেডফোন। ফোন আসলে ব্যবহারকারী চোখের সামনেই দেখতে পাবেন নম্বর। স্মার্টগ্লাসে ক্লিক করে সহজেই কথা বলা যাবে অপর প্রান্তের সাথে।