সেমিনার হোক কিংবা উদ্বোধন অনুষ্ঠান, মার্ক জুকারবার্গের সিগনেচার টিশার্ট, তবে এমন পোশাক পরার কারণ!

বাংলা হান্ট ডেস্ক: আপনাকে যদি জিজ্ঞেস করা হয় পৃথিবীর মধ্যে ধনকুবের কে? আবার কে মার্ক জুকারবার্গ (Mark Zuckerberg)। বাচ্চা বাচ্চারাও জানেন জুকারবার্গের (Mark Zuckerberg) নাম। ফেসবুকের প্রতিষ্ঠাতা তিনি। তার হাত ধরে আজ সমাজমাধ্যম এক অন্য মাত্রায় পৌঁছে গিয়েছে। একসময় সমাজ মাধ্যমে যেখানে কোন নিরাপত্তা ছিল না, সেখানে ভুঁড়ি ভুঁড়ি নিরাপত্তা ব্যবস্থা করে দিয়েছেন তিনি। তবে তিনি শুধু, সুবিধাই দিয়েছেন তা নয়, প্রতিনিয়ত প্রতিমুহূর্ত, প্রতি সেকেন্ডে নিজের পকেটও ভরাচ্ছেন। কিন্তু কথা হচ্ছে, এত কোটিপতি হয়েও কেন তিনি এক জামা সব জায়গায় পড়ে বেড়ান? এখানে কি কোন নির্দিষ্ট কারণ রয়েছে? নাকি তিনি কৃপণ? যার জন্য টাকা পয়সা খরচ করতে চান না।

সর্বত্র এক রকম জামা কেন পরেন জুকারবার্গ? (Mark Zuckerberg)

এমন প্রশ্ন বহুবার বহুজনের মনে জেগেছে। কিন্তু এর আসল কারণ কিংবা রহস্য এখনো কেউ সঠিক ভাবে জেনে উঠতে পারেননি। একটু ঠিকভাবে লক্ষ্য করলে দেখবেন শুধু মার্ক জুকারবার্গই (Mark Zuckerberg) নন, এমন অনেক বিত্তশালী, সাফল্যবান ব্যক্তি আছেন যারা একই পোশাক পরেন। খেয়াল করে দেখবেন, রতন টাটা থেকে শুরু করে স্টিভ জবসের মত নামিদামি ব্যক্তিরাও ঠিক এমন পোশাক পরতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন। শুধু স্বাচ্ছন্দ্যই নয়, একইসাথে রয়েছে আরো বিশেষ কিছু কারণ।

Mark Zuckerberg everytime wear same dress

কি সেই কারণগুলি দেখে নিন: মার্ক জুকারবার্গ (Mark Zuckerberg) বিভিন্ন সাক্ষাৎকারে তিনি এই বিষয়ে তুলে ধরেছেন। তার মতে একই ধরনের পোশাক পরার কারণে মানসিক শক্তি সঞ্চয় করা যায়। এটিই হচ্ছে প্রথম কারণ। আসলে কোন পোশাক পরে আপনি আরাম পাচ্ছেন কিংবা কোন জামাটা আপনার চেহারার সাথে মানানসই সেটা আপনি বলতে পারেন। তার চেয়ে ভালো যেটা মানায় সেটাই সব সময় পরে থাকা।

আরও পড়ুন : ’১৫ মাস সময় চাইছি…’! মুখ্যমন্ত্রীকে প্রাক্তন করব, ভাইপোকে জেলে পাঠাব! হুঁশিয়ারি শুভেন্দুর

এছাড়াও তিনি বলেন, “আমি সত্যিই সাধারণভাবে জীবনযাপন করতে পছন্দ করি। আমি যে অবস্থানে আছি, সেখানে থেকে নিজে কী করলাম বা কী পরলাম সেদিকে নজর না দিয়ে বরং আমার কমিউনিটিকে সর্বোচ্চ সুবিধা দিতে পারছি কিনা তা নিয়ে চিন্তা করা প্রয়োজন বলে মনে করি।” অর্থাৎ তিনি এই কথার মাধ্যমে বোঝাতে চেয়েছেন, তিনি নিজের জীবনের গুরুত্বের চেয়ে, আগে জনসাধারণের চাহিদাকে বিশেষ গুরুত্ব দেন।

আরও পড়ুন : ‘১৯ নভেম্বর..,’ রিপোর্ট তলব হাইকোর্টের, এবার কড়া ডেডলাইন বেঁধে দিলেন বিচারপতি

শুধু তাই নয় মার্ক জুকারবার্গের মতে, (Mark Zuckerberg), সকালে উঠে তিনি কি খাবেন কি জামা পরবেন এই সমস্ত ছোট ছোট বিষয়ে তিনি সময় নষ্ট করতে চান না। এই সমস্ত বিষয়ে প্রতি তার বিন্দুমাত্র আগ্রহ নেই। যে ব্যক্তিটি সকালে ঘুম থেকে উঠে কোটি টাকার স্বপ্ন দেখতে দেখতে তার কাছে এত সময় নেই জামা কাপড় বেছে পড়ার।

তবে এ তো শুনলেন মার্ক জুকারবার্গের বাণী (Mark Zuckerberg), কিন্তু এমন পোশাকের পরিধান করার পিছনে রয়েছে বিশেষ কিছু সুবিধা:

১) আমাদের মধ্যে সকলেরই আজ কি পরবো কাল কি পরবো পরশু কি পরবো এই নিয়ে একটি নিত্যদিনের ঝামেলা চলতেই থাকে। তবে যদি আপনি একই ধরনের পোশাক পরেন, তাহলে এক্ষেত্রে ওই দুশ্চিন্তায় ঝামেলা থেকে মুক্তি পাওয়া যাবে। এমনকি পোশাকের জন্য বাড়ি মাথায় করে চিৎকার করতে হবে না।

২) সব থেকে যে বড় বিষয়টি হচ্ছে সেটি হল একই ঘরনার পোশাক পরলে, আপনার সময় নষ্ট কম হয়। কারণ হাজারটা জামার মধ্যে যেকোনো একটি জামা খুঁজে বের করাটা বিরাট চাপের। তাই একই ধরনের জামা থাকলে এই চাপ থেকে মুক্তি পাওয়া যায়।

৩) সব থেকে বড় বিষয়টি হচ্ছে একই জামা কেনার ফলে আপনার অতিরিক্ত খরচাপাতি হয় না। বরং একই জামা কেনার ফলে আপনার বেতন সাশ্রয় করতে পারেন।

৪) আর সব থেকে বড় বিষয় হচ্ছে, যদি একই পোশাক পড়ে যান তাহলে আপনি অন্যদের থেকে কিছুটা হলেও আলাদা। যেকোনো মানুষের কিছু না কিছু ব্যক্তিত্ব রয়েছে। আপনার ব্যক্তিত্ব ফুটে উঠুক আপনার পোশাকের উপর নির্ভর করে। তবে নতুন নতুন পোশাক পরলেই ব্যক্তিত্ব হয় এটা ভুল কথা। পোশাকের ধরনই সবচেয়ে বেশি নির্ভর করে এখানে।

অর্থাৎ এই একটি কাজের ফলে আপনি একাধিক সুবিধা পাচ্ছেন তা স্পস্ট। আজ মনে রাখবেন রতন টাটা থেকে শুরু করে মার্ক জুকারবার্গ (Mark Zuckerberg) যেই থাকুন না কেন তাদের জীবনের সাফল্যের পেছনে রয়েছে সময় অপচয় না করা। বিশেষ করে এই সমস্ত জামা পড়া কিংবা খাওয়া নিয়ে অতিরিক্ত সময় অপচয় করেননি তারা। যার ফলে আজ বিশ্বজুড়ে তাদের সুখ্যাতি।

Sunanda Manna
Sunanda Manna

সুনন্দা মান্না, বাংলা হান্টের স্ক্রিপ্ট রাইটার। গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতা করার পর থেকেই সংবাদ মাধ্যমে কাজ শুরু। দেশ থেকে বিদেশ, রাজনীতি, বিনোদন বিভিন্ন তথ্যই আপনাদের কাছে তুলে দেওয়া আমার মূল লক্ষ্য।

সম্পর্কিত খবর