মমতার জন্য “স্বামী” খোঁজার দাবি মার্কন্ডেয় কাটজুর! পালটা প্রাক্তন বিচারপতির কাছেই এল প্রস্তাব

Last Updated:

বাংলাহান্ট ডেস্ক : একদিকে এসএসসি দুর্নীতি, অন্যদিকে ওয়াকফ বিতর্ক, জোড়া বিপাকে কার্যত ফুটছে বাংলা। দীর্ঘদিনের এসএসসি দুর্নীতি মামলায় সদ্য ২০১৬ সালের পুরনো প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট। প্রায় ২৬ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি যাওয়ার দায় পালটা বিজেপি সিপিএমের ঘাড়ে দোষ চাপিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। চাকরিহারা যোগ্যদের রক্ষা করার আশ্বাস দিয়েও বুধবার কার্যত পুলিশের হাতে লাঠির বাড়ি, গলাধাক্কা খেতে হয়েছে চাকরিহারাদের। এমতাবস্থায় এবার মমতাকে (Mamata Banerjee) নিয়ে ‘তীর্যক’ মন্তব্য করে বললেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি মার্কন্ডেয় কাটজু।

মমতাকে (Mamata Banerjee) নিয়ে এ কী মন্তব্য প্রাক্তন বিচারপতি কাটজুর!

স্পষ্টবক্তা হিসেবে পরিচিতি রয়েছে মারকান্ডে কাটজুর। এর আগেও বিভিন্ন বিষয় নিয়ে মন্তব্য করে চর্চার কেন্দ্রে উঠে এসেছেন তিনি। এবার তাঁর নিশানায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোশ্যাল মিডিয়ায় প্রাক্তন সুপ্রিম বিচারপতি প্রশ্ন ছুড়ে দিয়েছেন একটি। তার জেরেই শুরু নতুন আলোচনা। প্রাক্তন বিচারপতির প্রশ্ন, “বাঙালিরা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য একজন ভালো স্বামী খুঁজে দেয় না কেন?”

কী বললেন নেটিজেনরা: যেমন প্রশ্ন, তেমনি জবাবেও ভরল কমেন্ট বক্স। বেশিরভাগেরই দাবি, পোস্টদাতা নিজেই কেন উদ্যোগ নিচ্ছেন না? একজন মন্তব্য করেছেন, “আপনি নিজেকে প্রস্তাব হিসেবে রাখুন না”। তার উত্তরে কাটজু লিখেছেন, “আমার অনেক বয়স হয়ে গিয়েছে। তাছাড়া আমি বিবাহিত”। এখানেই শেষ নয়, কেউ কেউ আবার ‘পরকীয়া’ করার পরামর্শেও দিয়েছেন! আবার আরেকজন লিখেছেন, “মহিলাদের সম্মান করুন। এই পোস্টে আপনার মহিলাদের প্রতি মনোভাবটা প্রকাশ পাচ্ছে”।

আরো পড়ুন : বাংলায় লাগু হবে না ওয়াকফ? “দিদি”-র ওপরে ভরসা রাখার জন্য সংখ্যালঘুদের কাছে আর্জি মমতার

কাটজুর পোস্টে চর্চা: একজন এসএসসি রায়ের প্রসঙ্গ তুলে লিখেছেন, “পশ্চিমবঙ্গের শিক্ষকদের জন্য কিছু করুন। তারা প্রায় মৃত্যুর দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে। তৃণমূল সরকারের (Mamata Banerjee) দুর্নীতির শিকার তারা”। এই মন্তব্যের উত্তরেও প্রাক্তন বিচারপতি লিখেছেন, “প্রথমে আমাদের মমতার জন্য কিছু করা উচিত”। বলা বাহুল্য, ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে এই পোস্ট।

আরো পড়ুন : চিনে গিয়ে ইউনূসের বিতর্কিত মন্তব্যের জের? বাংলাদেশকে মোক্ষম ঝটকা দিল ভারত, বন্ধ ব্যবসার রাস্তা

প্রসঙ্গত, এসএসসি কাণ্ডে ঠগ বাছতে গাঁ উজাড় হয়েছে। যোগ্য অযোগ্য আলাদা করতে না পেরে ২০১৬-র গোটা প্যানেলটাকেই বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট। মুহূর্তের মধ্যে ‘নেই’ হয়ে গিয়েছে প্রায় ২৬ হাজারের চাকরি। যোগ্যদের পাশে দাঁড়ানোর আশ্বাস অবশ্য দিয়েছেন মুখ্যমন্ত্রী, কিন্তু অনেকেই তাঁর ‘ললিপপ’ আশ্বাসে ভিজতে রাজি নন।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

X