বাংলাহান্ট ডেস্কঃ বাজারে পেয়াজের দাম মধ্যবিত্তের চোখের জল ফেলেছিল অনেক দিন ধরেই। পাল্লা দিয়ে বেড়েছিল আলু, সবজি ও মাছ মাংসের দাম। কিন্তু মাঘ মাসের শুরুতে এখন বাজার দর অনেকটাই নিয়ন্ত্রনে। খোলা বাজারে আলু ২০-২৫ টাকায় আলু, ৫০ টাকায় পেয়ে যাবেন পেঁয়াজ। জেনে নিন বর্তমান বাজার দর
সবজি: জ্যোতি আলু ২০-২৫ টাকা , চন্দ্রমুখী আলু ২৮ টাকা , পেঁয়াজ ৫০ টাকা , আদা ১৫০ টাকা , কুমড়ো ৩০ টাকা , উচ্ছে ১০০ টাকা , ঝিঙে ৩০-৪০ টাকা , বেগুন ৩০ টাকা , টমেটো ৩০ টাকা , লঙ্কা ৫০ টাকা , গাজর ৩০ টাকা , বাধা কপি ২০ টাকা । ( প্রতি কিলোগ্রামের খোলা বাজারের দাম)
মাছ: রুই (গোটা) ১৬০-২২০ টাকা, (কাটা) ২০০-২৫০ টাকা, কাতলা (গোটা) ২৫০-২৮০টাকা, (কাটা) ৩৫০-৪০০টাকা, বাটা-১৮০টাকা, ভেটকি ৫০০ টাকা, গলদা চিংড়ি ৫০০-৭০০ টাকা, বাগদা ৬০০-৮০০ টাকা, তোপসে ৬০০-৮০০ টাকা, পমফ্রেট ৫০০- ৬০০ টাকা, চিতল ৭০০-৮০০ টাকা, পাবদা -৫০০-৬০০ টাকা, ট্যাংরা ৫০০-৭০০ টাকা, পার্শে ৩০০-৫০০টাকা।( প্রতি কিলোগ্রামের খোলা বাজারের দাম)
মাংস: মুরগি ১৫০ টাকা , মটন ৫৮০-৬০০ টাকা।( প্রতি কিলোগ্রামের খোলা বাজারের দাম)
পাইকারি বাজারেও নেমেছে সবজির দাম। অগ্নিমূল্য সব্জির কারনে যে ব্যবসায়ীরা এত দিন ব্যাবসায় ক্ষতি মুখ দেখছিলেন। দাম কমে যাওয়ায় হাসি মুখ তাদের। স্বস্তিতে সাধারন মানুষ ও। সবথেকে স্বস্তি বোধহয় পেলেন ক্যাটারিং ব্যবসায়ীরা। পেয়াজের দাম বেড়ে যাওয়ায় তারা বিপুল লোকসানের মুখে পড়েছিলেন। এবার বিয়ের মরসুমে সব্জির দাম কমে যাওয়া তাদের ক্ষতির হাত থেকে বাঁচাবে।