শীতের পারদ কমলেও, অগ্নিমূল্য বাজারে সবজির দরের পারদ, চড়চড়িয়ে বাড়ছে দাম!

 

বাংলা হান্ট ডেস্কঃ সরস্বতী পুজো মানেই যেন খিচুড়ি তরকারি ও সমস্ত কিছুর সমাহারে এক বাঙালির পেট পুজোর আয়োজন। কিন্তু এর মাঝেই যেন বাজার গেলে শীতের প্রভাব আর অনুভব করা যাচ্ছে না সেখানে যেন অগ্নিমূল্য। সব দাউদাউ করে জ্বলছে সমস্ত সবজির দাম। যেন রাজকীয় ভাব ফলের মধ্যে। বাঙালি সরস্বতী পুজোর আমেজ উপভোগ করছে এর মধ্যেই।

আপেল ১২০ টাকা কিলো, পেয়ারা ৯০ টাকা কেজি, নাশপাতি ১২০টাকা কেজি, শশা ৭৫ টাকা কেজি, কলা ৬০টাকা ডজন আর কুল সে তো ১০০ ছুঁইছুঁই। এবার আসা যাক সবজির দামে যেখানে সত্যি বিশ্বাস করাই দুর্মূল্য।

sabji

সবজি দৌড়াচ্ছে পাল্লা দিয়ে ফুলকপি ৪০টাকা পিস, বাঁধাকপি ৩০টাকা। আলু 30 টাকা পিঁয়াজ 70 টাকা অন্যান্য শাকসবজি ও নিজের দাম বাড়িয়ে নিয়েছে যেন সময়ের সাথে তাল মিলিয়ে। কাজেই বুঝে নিয়েছেন তো বাজারে বার হলে হাত পুড়তে বাধ্য।


Udayan Biswas

সম্পর্কিত খবর