ব্যাঙের বিয়েতে আমন্ত্রিত অতিথি

Published On:

বাবলু প্রামাণিক, দক্ষিণ 24পরগনা : দক্ষিণ 24 পরগনা রায়দিঘী: পুরনো দিনের রীতি মেনে ধুমধাম করে বিয়ে দিল দুই ব্যাঙের ।নামেই রাজ্যে ঢুকেছে বর্ষা। অথচ বৃষ্টির দেখা নেই দক্ষিণ বঙ্গে। পরিসংখ্যান বলছে এখনও দক্ষিণবঙ্গে বিষ্টির ঘাটতি ৫০ শতাংশ। বেজায় সমস্যায় কৃষকরা।

এবার তাই বৃষ্টি ডাকতে ব্যাঙের বিয়ের আয়োজন করা হল দক্ষিণ ২৪ পরগণার রায়দিঘীর কৌতলাতে। গ্রামবাসীদের বিশ্বাস, ব‍্যাঙের বিয়ে দিলেই বৃষ্টি নামবে সব জায়গায়। তাই গ্রামের মানুষরা মিলে ব্যবস্থা করেছে ব্যাঙ-এর বিয়ের অনুষ্ঠান। তাই নিয়েই মেতে উঠল রায়দিঘীর কৌতলার আবালবৃদ্ধবণিতা।

জানা গিয়েছে, ওই এলাকার কৃষিকাজ মূলত বৃষ্টিপাতের ওপরই নির্ভর করে। কিন্তু এবার বৃষ্টিপাতের অভাবে চিন্তার ভাঁজ সকলের কপালে। তাই কৃষিতে বাধা দূর করতে রীতিমতো অনুষ্ঠান করে ২টি ব্যাঙের বিয়ের ব্যবস্থা করেন গ্রামবাসীরা৷ প্রায় ১০টি গ্রামের মানুষ হাজির হয় ওই বিয়ের অনুষ্ঠানে। ঢাক,বাজনা বাজিয়ে বয়ারগদীর পাত্র ব‍্যাঙ রাজের সঙ্গে বিয়ে দেওয়া হয় কৌতলার পাত্রী ব‍্যাঙ শুভশ্রীর সঙ্গে ।

তা দেখতে প্রচুর মানুষ ভিড় করে ওই অনুষ্ঠানে। অনুষ্ঠানে আগত সমস্ত মানুষদের খাওয়া দাওয়ার আয়োজণ করে কৌতলা কার্তিক সংঘের ছেলেরা। ব্যাঙ রাজার বিয়ে বলে কথা তাই খাবার পাতে ডাল থেকে শুরু করে মিষ্টিতে কোন কিছুই বাদ পরল না আমন্ত্রিত অতিথিদের পাতে।

X