এবার দুই বোন আবদ্ধ বিবাহবন্ধনে! কোথায় ঘটল এমন ঘটনা

Published On:

বাংলা হান্ট ডেস্ক: এ যেন এক অভূতপূর্ব ঘটনার সাক্ষী থাকল প্রধানমন্ত্রীর নির্বাচনী কেন্দ্র অর্থাৎ বারানসী।দুই তুতো বোন সব ভয়, সামাজিক বিধিনিষেধ তুচ্ছ করে শিবমন্দিরে গিয়ে সেরে ফেললেন বিয়ে! ২০১৮-তে সুপ্রিম কোর্টের রায়ের পর এটাই বারাণসীর প্রথম সমকামী বিবাহ। শুধু মন্দিরে গিয়ে বিয়ে করাই নয়, সোশ্যাল মিডিয়ায় সে ছবিও আপলোড করে ফেলেছেন তাঁরা।

প্রসঙ্গত ঘটনাটি বারাণসীর রোহানিয়া এলাকার। মঙ্গলবার দুপুর ১টা নাগাদ সেখানের ধাগাদবীর হনুমান মন্দিরে যান দুই তুতো বোন। দু’জনেরই পরনে জিন্স ও টি-শার্ট। সেখানে তখন কুরসাতো গ্রামের এক যুগলের বিয়ে দিচ্ছেন পুরোহিত। দুই তরুণী গিয়ে জানান, এই মন্দিরে বিয়ে দেওয়া হয় শুনে তাঁরা কানপুর থেকে এসেছেন। বর কোথায়, জানতে চাইলে জবাব মেলে, তাঁরা তুতো বোন, খুব ভালোো বন্ধু। বাকি জীবনটা তাঁরা একসঙ্গেই কাটাতে চান। কোনও ছেলের সঙ্গে বিয়ে দিয়ে বাড়ির লোক তাঁদের দু’জনকে আলাদা করে দেবে, এই আশঙ্কাতেই তড়িঘড়ি বিয়েটা সেরে ফেলতে চান তাঁরা।

কিন্তু মন্দিরের পুরোহিত গোপালজি দু’টি মেয়ের বিয়ে দিতে রাজি হননি। দুই বোন তখন হনুমান মন্দিরে উপস্থিত বাকিদেরই প্রশ্ন করতে থাকেন, কাছাকাছি আর কোন মন্দিরে বিয়ে দেওয়া হয়। সন্ধান পেয়ে কাছের একটি শিব মন্দিরে যান তাঁরা। শিব মন্দিরের পুরোহিতও বিয়ে দিতে রাজি হননি। কিন্তু দুই বোনও নাছোড়।

পুরোহিত যতক্ষণ না রাজি হন, ততক্ষণ জেদ ধরে মন্দিরেই বসে থাকেন তাঁরা। অবশেষে জেদের কাছে নতি স্বীকার করেন পুরোহিত।এরপরই নজির সৃষ্টি করলেন বারাণসীর এই দুই কন্যা।

X