মাটিতে লকডাউন, তাই আকাশেই বিয়ে সারলেন নবদম্পতি, ভাইরাল ভিডিও

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ যেকোনো মানুষের জীবনে বিবাহ এমন একটি মুহূর্ত যা তারা চির স্মরণীয় করে রাখতে চান। এমনকি বিবাহের মুহূর্তকে স্মরণীয় করতে সমুদ্রের তলাতেও বিবাহ বন্ধনে আবদ্ধ হতে দেখা গিয়েছে পাত্র পাত্রীকে। শুধু তাই নয়, অভিনেতা-অভিনেত্রীদের এক একটা বিবাহ অনুষ্ঠান তো রীতিমতো শোরগোল ফেলে দেয় সোশ্যাল মিডিয়ায়। তবে এই কাজেই এবার বড় বাধা হয়ে দাঁড়িয়েছে কোভিড এবং লকডাউন। করোনা ভাইরাসের আতঙ্কের কারণে সরকারি নির্দেশিকা অনুযায়ী কেবল মাত্র ৫০ জনই উপস্থিত হতে পারবেন এ ধরণের অনুষ্ঠানে। শুভ বিবাহ নয় যেকোনো সামাজিক অনুষ্ঠানের ক্ষেত্রেই প্রযোজ্য এই নিয়ম। কিন্তু এবার অভিনব কায়দায় এই নিয়ম ভঙ্গ করতে দেখা গেল তামিলনাড়ুর এক পাত্র পাত্রীকে।

মাটিতে এখন চলছে লকডাউন। আর সেখানে ৫০ জনের বেশি অতিথিকে অনুমোদন দিচ্ছে না সরকার। কিন্তু আকাশের ক্ষেত্রে তো এখনো কোনো বাধা আরোপ করা হয়নি সরকারের পক্ষ থেকে। আর সেই কারণেই এবার আকাশেই বিবাহ অনুষ্ঠান পালন করলেন তামিলনাড়ুর রাকেশ এবং দক্ষিণা। সূত্রের খবর অনুযায়ী, তামিলনাড়ুর মাদুরাই এলাকার বাসিন্দা তারা।

তাদের বিবাহ হওয়ার কথা ছিল অনেকদিন থেকেই। কিন্তু মাঝে লকডাউন এসে পড়ায় তৈরি হয় বাধা। অন্যদিকে অতিথিরাও চান বিবাহে উপস্থিত থাকতে। আর সেই কারণেই দুইয়ের মধ্যে সামঞ্জস্য বজায় রাখতে বিবাহের দিন একটি প্লেন ভাড়া করেন তারা। দু ঘন্টার জন্য ভাড়া করা এই প্লেনে উপস্থিত ছিলেন ১৬১ জন অতিথি। আকাশে রীতিমতো ধুমধাম করে সম্পন্ন হয় রাকেশ এবং দক্ষিণার বিবাহ অনুষ্ঠান।

ঘটনাটি সকলের মধ্যে ছড়িয়ে পড়ে যখন বিবাহের স্মৃতিকে স্মরণীয় করে রাখতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন এই নব দম্পতি। ভিডিওটিতে দেখা যাচ্ছে, দক্ষিনার গলায় মঙ্গলসূত্র পরিয়ে দিচ্ছেন রাকেশ। ঘটনায় স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত উপস্থিত অতিথিরা। ইতিমধ্যেই ভিডিওটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। দেখেছেন হাজার হাজার মানুষ। দক্ষিণা এবং রাকেশের এই বিবাহের পদ্ধতি যতই অভিনব হোক না কেন, থেকেই যাচ্ছে করোনার ভয়। আর সেই কারণেই ডিজিসিএও এ বিষয়ে তদন্তে নেমেছে। এয়ারলাইন্সের পক্ষ থেকে জানানো হয়েছে যারা সোশ্যাল ডিসটেন্স ইন পালন করেননি তাদের প্রতি কড়া ব্যবস্থা গ্রহণ করা হবে। বিয়ের পর স্পাইসজেটের একটি ফ্লাইটেই ব্যাঙ্গালোর থেকে মাদুরাই ফিরে এসেছিলেন অতিথিরা। এখন আগামী দিনে ঘটনা কোন দিকে মোড় নেয় সে দিকে অবশ্যই তাকিয়ে থাকবে সকলে। তবে এই আইডিয়া যে অতি অভিনব এ নিয়ে কোন সন্দেহ নেই।

X