বাংলাহান্ট ডেস্ক : ভারতীয় সনাতনীদের কাছে বিবাহ অত্যন্ত পবিত্র একটি অনুষ্ঠান। নির্দিষ্ট আচারের মাধ্যমে চার হাত এক হয় এই বিশেষ দিনটিতে। হিন্দু সম্প্রদায়ের মধ্যে বিবাহ নিয়ে থাকে একাধিক রীতিনীতি। আবার রাজ্য-জাতি বিশেষে বিবাহের ক্ষেত্রে পাল্টে যায় নিয়ম। তবে জানেন আমাদের ভারতেই (India) এমন একটি গ্রাম রয়েছে যেখানে বিয়ের পর সাত দিন পর্যন্ত সম্পূর্ণ উলঙ্গ ভাবে কাটাতে হয় নববধূকে?
ভারতের (India) এই গ্রামের অদ্ভুত নিয়ম
শুনতে অবিশ্বাস্য লাগলেও ভারতের (India) এই গ্রামের এমন রীতি চলে আসছে যুগের পর যুগ ধরে। গ্রামের রেওয়াজ অনুযায়ী, বিবাহের পর সাত দিন পর্যন্ত কোনও পোশাক পরতে পারেন না নববধূ। এই সাতদিন সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় থাকতে হয় তাকে। এমনকি এই সাতদিন স্বামীর সাথে কথা বলাও নিষিদ্ধ। হিমাচল প্রদেশের (Himachal Pradesh) মণিকরণের একটি ছোট্ট গ্রাম পিনিতে যুগ যুগ ধরে চলে আসছে এই রেওয়াজ।
আরও পড়ুন : বিশ্বের শীর্ষ ১০ ধনীদের তালিকা থেকে বাদ আম্বানি! মহিলাদের মধ্যে বাজিমাত রোশনি নাদারের
বিবাহের পর রীতি অনুযায়ী গ্রামের নববধূ ৭ দিন গায়ে চড়াতে পারেন না কোনও পোশাক। এমনকি এই সাত দিন একাধিক আচার পালন করতে হয় নববধূকে। বিয়ের পর এক সপ্তাহ পর্যন্ত স্বামীর সাথে মিলন তো দুর, কথা বলাও থাকে নিষিদ্ধ। তবে এখানেই শেষ নয়। বিয়ের পর প্রথম শ্রাবণ মাসে নববধূকে পালন করতে হয় অদ্ভুত আরেকটি নিয়ম।
আরও পড়ুন : একী কাণ্ড! বটানিক্যাল গার্ডেনে অবৈধভাবে গড়ে উঠছে মসজিদ-মাজার, কী জানাল কেন্দ্র?
এই সময়েও কোনও রকম পোশাক পরতে পারেন না নববধূরা। গায়ে জড়ানো থাকে কেবল উলের একটি চাদর, যা স্থানীয় ভাষায় পরিচিত পাট্টু নামে। তবে যদি ভেবে থাকেন যে, এমন অদ্ভুত নিয়ম শুধু নারীদের জন্যই রয়েছে, তাহলে কিন্তু একটু ভুল করছেন। সদ্য বিবাহিত স্বামীদেরও বিয়ের (Marriage) পর পালন করতে হয় একাধিক রীতি।
পিনি গ্রামের রেওয়াজ অনুযায়ী, বিবাহের পর সাত দিন পর্যন্ত মদ্যপান করতে পারবেন না স্বামী। গ্রামবাসীদের বিশ্বাস, নববধূ ও স্বামীরা যদি এই নিয়ম পালন করেন তাহলে ভবিষ্যতে সৌভাগ্যের অধিকারী হন তারা। ঈশ্বরের আশীর্বাদে সুখের হয় বিবাহিত জীবন। সেই ধর্মীয় বিশ্বাস থেকেই আজও ভারতের (India) এই গ্রামে পালন করে আসা হচ্ছে এমন অদ্ভুত নিয়ম।