বাংলাহান্ট ডেস্ক : আজকাল বহু মানুষ দু চাকার বাহন ছেড়ে চার চাকা বাহনের দিকে ঝুঁকছেন। তবে বর্তমানে চার চাকার গাড়ির কেনার ক্ষেত্রে অনেকেই লুকের উপর বিশেষ নজর দেন। এছাড়াও থাকে মাইলেজের একটি হিসাব। তবে অনেক সময় এই দুটি জিনিস লক্ষ্য করতে গিয়ে চাপ পড়ে বাজেটে। সাত সিটার এমপিভি এক্ষেত্রে আপনার সেরা বিকল্প হতে পারে।
Maruti Suzuki Ertiga এই সেগমেন্টে সবথেকে বেশি বিক্রিত গাড়ি মারুতির। মারুতি সুজুকি এর্টিগাতে আরাম করে বসতে পারবেন সাত জন। বুট স্পেসও এই গাড়ির পর্যাপ্ত যেখানে জিনিসপত্র রাখা যাবে। এবিএস এবং এয়ারব্যাগ ছাড়াও পাওয়ার উইন্ডো এবং রিয়ার এসি ভেন্ট রয়েছে এই গাড়িতে 8.49 লক্ষ টাকা থেকে 12.93 টাকা (এক্স-শোরুম, দিল্লি) দাম মারুতি এর্টিগার।
আরোও পড়ুন : ফের খবরের শিরোনামে পাকিস্তান! সামান্য চিকিৎসার অভাবে নিউমোনিয়ায় প্রাণ গেল ২০০ শিশুর
এলএক্সআই, ভিএক্সআই, জেডএক্সআই এবং জেডএক্সআই +, এই চারটি ট্রিমে গাড়িটি উপলব্ধ। একটি সিএনজি কিটও রয়েছে দুটি ট্রিমে। 209 লিটার বুট ক্যাপাসিটি আছে এমপিভিতে যা 550 লিটার পর্যন্ত বৃদ্ধি করা যায়। এর সাথে 1.5 লিটার পেট্রোল ইঞ্জিন রয়েছে এই গাড়িতে। 5 স্পিড ম্যানুয়াল এবং 6 স্পিড টর্ক কনভার্টার ট্রান্সমিশন অপশনও এই গাড়িতে দিয়েছে সংস্থা।
88PS এবং 121.5Nm আউটপুট দেওয়া সিএনজি পাওয়ারট্রেন এই গাড়ির অন্যতম একটি বৈশিষ্ট্য।জেডএক্সআই এর মূল্য ₹10,88,000, VXI এর মূল্য ₹11,28,000, জেডএক্সআই এর মূল্য ₹12,38,000 এবং জেডএক্সআই + এর মূল্য ₹13,08,000। সব মিলিয়ে বলা যায়, গাড়িপ্রেমীদের রীতিমতো নজর কেড়েছে এই গাড়িটি।