বাংলা হান্ট ডেস্কঃ ভারতের দিগগজ বক্সার আর ছয়বারের বিশ্ব চ্যাম্পিয়ন মেরি কম বড় দায়িত্ব পেলেন। মেরি কমকে আন্তর্জাতিক বক্সিং সঙ্ঘ (AIBA) ‘চ্যাম্পিয়নস এবং ভেটেরান্স” সমিতির সভাপতি নিযুক্ত করেছে। AIBA এর বোর্ড অফ ডায়রেক্টর্সের ভোটিংয়ে ৩৭ বছর বয়সী মেরিকমের নামে শিলমোহর পড়ে। এই বিশ্ব সংস্থা গত বছরই এই প্যানেলের গঠন করেছিল।
AIBA এর সভাপতি উমর ক্রামলেব মেরি কমকে একটি চিঠি লিখে বলেন, ‘অত্যন্ত খুশির সাথে আপনাকে জানাচ্ছি যে, AIBA এর ডায়রেকটর্স বোর্ড মেইলের মাধ্যমে ভোটিংয়ের পর আপনাকে AIBA এর ‘চ্যাম্পিয়নস এবং ভেটেরান্স” কমিটি সভাপতি হিসেবে সেবা করার জন্য নির্বাচিত করেছে।”
Boxing champion MC Mary Kom appointed as the Chairperson of AIBA Champions and Veterans Committee.
(File photo) pic.twitter.com/721uoBMjbU
— ANI (@ANI) March 3, 2021
উনি আরও বলেন যে, ‘আমি বিশ্বাস করি যে আপনার অগাধ জ্ঞান এবং অভিজ্ঞতা নিয়ে আপনি এই গুরুত্বপূর্ণ কমিটির সাফল্যে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।”
লক্ষণীয় বিষয় হল, বিশ্ব বক্সিংয়ের পরিবর্তন ও উন্নতির লক্ষ্যে গত বছরের ডিসেম্বরে চ্যাম্পিয়ন্স এবং ভেটেরান্স কমিটি গঠন করা হয়েছিল। এটিতে বিশ্বজুড়ে সম্মানিত প্রবীণ এবং চ্যাম্পিয়ন বক্সারদের অন্তর্ভুক্ত করা হয়েছিল যারা তাঁদের অভিজ্ঞতা ভাগ করে নিতে চায়।