ভারতবাসী হয়ে বিশ্ব বক্সিং এ রাজত্ব করছেন মেরি কম। ভারতবর্ষে এমন কোনো ক্রিয়াপ্রেমী নেই যে মেরি কমের নাম শোনেন নি, মেরি কম ভারত তথা বিশ্ব বক্সিংয়ে এক উজ্জ্বল নক্ষত্র। মেরি কমকে দেখে অনেক তরুণ তরুণী বক্সিং এ উজ্জীবিত হন। উনি হচ্ছেন একজন বিশ্ব চ্যাম্পিয়ন বক্সার। আর ফের একবার মেরিকমের মুকুটে যুক্ত হল নুতন পালক।
মালয়েশিয়াতে অনুষ্ঠিত হল এশিয়া ক্রিয়া সাংবাদিক সম্মেলন। আর সেখানেই মেরি কমের নাম ঘোষণা করা হয় এশিয়ার সেরা মহিলা ক্রীয়াবিদ রূপে।
এই অনুষ্ঠানটি সংগঠিত হয় মালয়েশিয়ার সেলানগোরে সেখানেই মেরি কমের নাম এশিয়ার সেরা মহিলা ক্রীয়াবিদ রূপে ঘোষণা করা হয়। মেরি কম ছাড়াও আরও ৩০ টি দেশের প্রতিনিধিদের নাম ঘোষণা করা হয় এই অনুষ্ঠানে।
ছয় বারের বিশ্ব চ্যাম্পিয়ন বক্সার মেরি কম এই বছরেই জিতেছেন দুটি সোনা। কিন্তু এইদিনের এই অনুষ্ঠানে মেরি কম নিজে উপস্থিত থাকতে পারেন নি কারন সামনেই মহিলা বক্সিং চ্যাম্পিয়নশিপ সেই জন্যই মেরি কম প্রস্তুতিতে ব্যাস্ত।
‘ভারত আজ পর্যন্ত অলিম্পিকে সোনা পায়নি …’ ভরা মঞ্চে বেফাঁস মমতা