নরেন্দ্র মোদীর উপর সম্পূর্ণ ভরসা আছে, কৃষি আইনের সমর্থনে বললেন হলিউডের বিখ্যাত গায়িকা মেরি মিলবেন

বাংলা হান্ট ডেস্কঃ হলিউড অভিনেতা তথা গায়িকা মেরি মিলবেন একটি বয়ান জারি করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর ভারতের কৃষকদের প্রতি নিজের সমর্থন ব্যাক্ত করেছেন। মিলবেন এই ট্যুইট পপ স্টার রিহানা আর পরিবেশকর্মী গ্রেটা থান বার্গের কৃষক আন্দোলন নিয়ে দেওয়া বয়ানের পর এসেছে।

মেরি মিলবেন ট্যুইট করে লেখেন, ‘আমি ভারতীয় ভাই আর বোনেদের সাথে একাত্মতা প্রকাশ করছি। ভারতে নতুন সংস্কারের মাধ্যমে ভারতীয় কৃষকদের জীবনযাত্রার উন্নতি করতে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদক্ষেপে আমার পূর্ণ বিশ্বাস রয়েছে। কৃষি বিশ্ব অর্থনীতির একটি খুব গুরুত্বপূর্ণ অঙ্গ। কৃষকরা যে কোনও দেশের বাস্তুতন্ত্রের মেরুদণ্ড। আমাদের সর্বদা যারা জমিতে কাজ করেন (কৃষক) এবং যারা জমি রক্ষা করেন (সৈন্য) তাদের যত্ন নেওয়া উচিত। শান্তির রাজদূতেদের এখন জেগে ওঠার সময়।”

জানিয়ে দিই, মেরি মিলবেন লাগাতার তিনবার আমেরিকার রাষ্ট্রপতিদের (জর্জ ডাব্লিউ বুশ, বারাক ওবামা আর ডোনাল্ড ট্রাম্প) হয়ে পারফর্ম করা বিশ্বের নতুন আওয়াজের মধ্যে একটি।  NBA ও NFL-এর মতো জনপ্রিয় স্পোর্টস ইভেন্টেও হাজার হাজার দর্শকের মন জয় করেছেন ব্রডওয়ে শিল্পী। হিন্দি শেখার সময় ভারতের প্রতি ওনার অনুরাগের সৃষ্টি হয়।

নিজের হিন্দি শিক্ষকের থেকেই মেরি ভারতের ঐতিহ্যের কথা জানতে পারেন। মেরির সেই হিন্দি শিক্ষক আর কেউ নন, তিনি হলেন আমেরিকা ভারতের প্রথম সাংস্কৃতিক কূটনীতিবিদ ডঃ মোক্ষরাজ। শিক্ষের উৎসাহে ভারতকে জানতে শুরু করেন মেরি। ভারতের ৭৪ তম স্বাধীনতা দিবসে ভারতে জাতীয় সংগীত ও গেয়েছিলেন মেরি। ওনার গাওয়া ভারতের জাতীয় সংগীত সুখ্যাতি অর্জন করেছিল।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর