বাংলাহান্ট ডেস্ক: পিএমএল-এন নেত্রী ও পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের কন্যা মরিয়মের একটি সাক্ষাৎকার সম্প্রচারিত হচ্ছিল পাকিস্তানের ‘হম নিউজ’ নামে একটি টিভি চ্যানেলে। কিন্তু অভিযোগ সম্প্রচার শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই তা বন্ধ করে দেওয়া হয়। রীতিমত হস্তক্ষেপ করা হল সংবাদমাধ্যমের স্বাধীনতা।
ঘটনাটি ঘটার পর ‘হম নিউজ’ এর এক সাংবাদিক নাদিম মালিক টুইট করে বলেন, “এই মাত্র জানতে পারলাম, মরিয়ম নওয়াজ শরিফের সাক্ষাৎকারের সম্প্রচার জোর করে বন্ধ করে দেওয়া হয়েছে।”
‘হম নিউজ’ চ্যানেলটির তরফ থেকে টুইটারে লেখা হয়েছে, “হম নিউজ স্বাধীন ও দায়িত্বপূর্ণ সাংবাদিকতায় বিশ্বাস করে। আমাদের মূল্যবোধের অন্যতম ভাব প্রকাশের অধিকার। একই সাথে নৈতিক মূল্যবোধ ও সংবিধানকে সামনে রেখে আমরা দেশের বিচার ব্যবস্থা কে সম্মান করি।”
এর আগেও তিনটি চ্যানেলে মরিয়ম এর সাক্ষাৎকার সম্প্রচার করতে দেওয়া হয়নি। ‘হম নিউজ’ চ্যানেলে তার সাক্ষাৎকারটি সম্প্রচার করতে দেওয়া না হলেও মালিক তার টুইটার হ্যান্ডেল থেকে মারিয়াম এর সাক্ষাতকারটি সম্প্রচার করেন।