বাংলা হান্ট ডেস্ক: পুলিশের হাতে ধরা পরল স্বয়ং পুলিশ। মেরিল্যান্ডে আসল পুলিশের হাতে ধরা পরল রীতিমতো পুলিশি পোশাক বর্ম এবং বুলেট বেল্ট পরা ভন্ড পুলিশ। ওই ব্যক্তি কেন ও পুলিশের পোশাকে অস্ত্র নিয়ে ঘুরছিল তা এখনো স্পষ্ট ভাবে জানা যায়নি।
মেরিল্যান্ড পুলিশ জানিয়েছে ধৃত ব্যক্তির নাম টিমোথি ইরভেন ট্রিভে। শনিবার রাত্রে তিনি যখন গাড়ি করে যাচ্ছিল তখন পুলিশকর্মীদের সন্দেহ হয়। রাত প্রায় সাড়ে আটটা নাগাদ টিমোথি একটি গাড়ি দাঁড় করিয়ে গাড়িচালককে টেনে নামানোর চেষ্টা করেন ওই সময়ে ওখানে থাকা কর্তব্যরত পুলিশ কর্মীরা টিমোথিকে ধরে ফেলেন।
মেরিল্যান্ড পুলিশের মুখপাত্র এলিনা রুশো বলেন, “ওই পুলিশ কর্মী বুঝতে পারেন কিছু গোলমাল হচ্ছে। তিনি বিষয়টি নিয়ে কথা বলতে যান। সে যে পুলিশকর্মী তার স্বপক্ষে কোন প্রমাণ পত্র টিমোথি দেখাতে পারেননি।”
মুখপাত্র রুশো জানান টিমোথির কুর্তি দেখে তা পুলিশকর্মীর উর্দি নয় বলে সন্দেহ হয়। কিন্তু টিমোথির ব্যাচ দেখে মনে করা হয়েছে ওই পোশাকটি কোন নিরাপত্তারক্ষী নিয়োগ সংস্থার। ওই ব্যাক্তিকে প্রথমে ডিটেনশন শিবিরে নিয়ে যাওয়া হলেও পরে ছেড়ে দেন।