বাংলা হান্ট ডেস্ক: বর্তমানে বাংলাদেশে (Bangladesh) তুমুল বিশৃঙ্খলা অব্যাহত রয়েছে। দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগপত্র জমা দিয়ে দেশ ছেড়েছেন। কিন্তু, হইচই থামার কোনও লক্ষণ দেখা যাচ্ছে না। শুধু তাই নয়, কিছু কিছু জায়গায় সামগ্রিক পরিস্থিতি অত্যন্ত শোচনীয় হয়ে পড়েছে। রিপোর্ট অনুযায়ী, বাংলাদেশ ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মাশরাফি মুর্তজার বাড়িতেও আগুন লাগিয়ে দিয়েছে আন্দোলনকারীরা।
বাংলাদেশে (Bangladesh) মাশরাফির বাড়িতে লাগানো হল আগুন:
২ বারের সাংসদ মাশরাফি মুর্তজাকে রাজনীতিতে প্রবেশ সহ তাঁর কিছু সিদ্ধান্তের কারণে এই পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে। এদিকে, জানা গিয়েছে যে, শেখ হাসিনা গত সোমবার ভারতে এসে লন্ডনে যেতে চাইলেও এখনও সেই অনুমতি পাননি। উল্লেখ্য যে, খুলনা বিভাগের নড়াইল-২ আসনের সাংসদ মাশরাফি মুর্তজা চলতি বছরের শুরুর দিকে বাংলাদেশে (Bangladesh) সম্পন্ন হওয়া সাধারণ নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের প্রার্থী হিসেবে টানা দ্বিতীয় মেয়াদে জয়লাভ করেছিলেন।
বাংলাদেশের গণমাধ্যম জানিয়েছে, ব্যাপক ছাত্র বিক্ষোভের জেরে ৭৬ বছর বয়সী শেখ হাসিনা দেশ ত্যাগ করার পরেই দুর্বৃত্তরা মাশরাফি মুর্তজার বাড়িতে হামলা ও আগুন ধরিয়ে দেয়। জানিয়ে রাখি যে, মাশরাফি মুর্তজা তাঁর ক্রিকেট কেরিয়ারে প্রতিটি ফরম্যাটে মোট ১১৭ টি ম্যাচে বাংলাদেশ (Bangladesh) ক্রিকেট দলকে নেতৃত্ব দিয়েছেন। এত ম্যাচে অধিনায়কত্ব করার নজির ওই দেশের আর কারোর নেই।
আরও পড়ুন: অন্তর্বর্তী সরকারের প্রধান হোক “ভারত বিরোধী” ইউনূস! নাম সামনে আসতেই শুরু হল হইচই
তিনি ৩৯০ টি আন্তর্জাতিক উইকেট নিয়েছেন এবং ৩৬ টি টেস্ট, ২২০ টি ODI এবং ৫৪ টি T20 ম্যাচে ২,৯৫৪ রান করেছেন। ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর, মাশরাফি মুর্তজা ২০১৮ সালে শেখ হাসিনার আওয়ামী লীগে যোগদানের মাধ্যমে বাংলাদেশের (Bangladesh) রাজনীতিতে প্রবেশ করেন এবং নড়াইল-২ আসন থেকে সাংসদ নির্বাচিত হন।
আরও পড়ুন: বিরাট কৃতিত্ব, মুকেশ আম্বানির Reliance গড়ল বড় নজির! ধন্য ধন্য করছে গোটা দেশ
বাংলাদেশের শীর্ষস্থানীয় দৈনিক পত্রিকা “ঢাকা ট্রিবিউন” জানিয়েছে যে বিক্ষোভকারীরা জেলা আওয়ামী লীগ অফিসে আগুন ধরিয়েছে এবং এর সভাপতি সুভাষ চন্দ্র বসুর বাড়িতে ভাঙচুর করেছে। শুধু তাই নয়, কোনও প্রতিরোধ ছাড়াই ঢাকায় বাংলাদেশের (Bangladesh) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনের বিলাসবহুল চত্বরে ঢুকে পড়ে আসবাবপত্র সহ জিনিসপত্র লুঠ করে উত্তেজিত জনতা। এই সংক্রান্ত ভিডিও ইতিমধ্যেই তুমুল ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।