বাংলাহান্ট ডেস্ক: ২০০১ সালে ভারতের সংসদে হামলা, ২০০৮ সালের মুম্বাই হামলার মাস্টারমাইন্ড ছিল মাসুদ আজহার। পাঠানকোট পুলওয়ামায় ভারতীয় সেনাবাহিনীর ওপর হামলার দায় স্বীকার করেছিল মাসুদ আজহার। এর আগে পাকিস্তান মাসুদ আজহারকে একপ্রকার মদত দিচ্ছিল। কিন্তু সম্প্রতি দেশজুড়ে নিষিদ্ধ জমির তালিকায় মাসুদ আজহার এর নাম অন্তর্ভুক্ত হয়। তারপরই এক প্রকার বাধ্য হয়ে
মাসুদ আজহার এর বিরুদ্ধে ব্যবস্থা নেয় পাকিস্তান।
জইশ প্রধান মাসুদ আজহারকে গোপনে জেল থেকে ছাড়িয়েছে পাকিস্তান। ভারতের বিরুদ্ধে নাশকতার জাল ছড়াচ্ছে জইশ-ই -মহম্মদ, আর তাতে উস্কানি দিচ্ছে পাকিস্তান। ভারতীয় সেনা সম্প্রতি ইন্টেলিজেন্স ব্যুরো কাছ থেকে এমন চাঞ্চল্যকর তথ্য পেয়েছে। এছাড়াও ভারতীয় সেনা খবর হয়েছে, পাকিস্তান শুধুমাত্র ভারতের নাশকতার ছক বুনতে জইশ-ই -মহম্মদ কে সাহায্য করছে তাই নয়, পাকিস্তান সেনাও ভারতের বিরুদ্ধে হামলার প্রস্তুতি নিচ্ছে। পাকিস্তান নাকি ইতিমধ্যে শিয়ালকোট এবং জম্মু ও রাজস্থান সেক্টরে বিপুল সংখ্যক সেনা জড়ো করতে শুরু করেছে। মাসুদ আজহার সমুদ্রের দিক থেকে ভারতের ওপর হামলা আনার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে ইন্টেলিজেন্স ব্যুরো। যদিও ভারতীয় সেনাবাহিনী সব রকম হামলা ঠেকাতে প্রস্তুত। সমুদ্রের দিকে কড়া পাহারায় রয়েছে ভারতীয় নৌসেনা।
ভারত সরকার ৩৭০ ধারা রথ করে জম্মু ও কাশ্মীরের বিশেষ স্বাধীনতা বিলোপ করেছেন। তারপর থেকেই পাকিস্তান ভারতকে এর জবাব দিতে মরিয়া হয়ে উঠেছে। পাকিস্তানের আগেই ভারত সরকারের সাথে বাণিজ্যিক চুক্তি কূটনৈতিক সম্পর্ক সবকিছুই শেষ করেছে। তা ছাড়াও পাকিস্তান ভারত কে আক্রমণ করার কোন সুযোগই ছাড়তে চাইছেন না।