বাংলা হান্ট ডেস্ক: ইদের সময়ে পাকিস্তানে (Pakistan) মসজিদের কাছে ভয়ঙ্কর বোমা বিস্ফোরণ (Bomb Blast)। ইতিমধ্যেই ৩৪ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। অন্তত ৭০ জন আহত হয়েছেন। পাক সংবাদমাধ্যমগুলির খবর অনুযায়ী, মসজিদের কাছে এদিন ইদের মিছিল উপলক্ষে বহু মানুষ জড়ো হয়েছিলেন।
শুক্রবার এই বোমা বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে পাকিস্তানের বালোচিস্তান (Balochistan) প্রদেশের মাস্তুং (Mastung) জেলায়। একটি মসজিদের (Mosque) কাছে এই ঘটনা ঘটে। নবি মহম্মদের জন্মদিন উদযাপনের জন্য সেখানে প্রচুর মানুষজন জড়ো হন। সেই সময়ই বিস্ফোরণটি ঘটে। আচমকা এক আত্মঘাতী জঙ্গি ভিতরের দিকে এগিয়ে এসে বিস্ফোরণে নিজেকে উড়িয়ে দেয়। ঘটনাস্থলে ছড়িয়ে পড়ে আতঙ্ক।
এই ঘটনায় মাস্তুংয়ের সহকারী কমিশনার আত্তা উল মুনিম জানান, বিস্ফোরণটি খুবই তীব্রতর ছিল। মদিনা মসজিদের কাছে এই ঘটনাটি ঘটেছে। সেখানে মিছিলের পাশেই দাঁড়িয়েছিল ডিএসপি গিশকোরির গাড়ি। আত্মঘাতী বোমারু ঠিক ডিএসপির গাড়ির পাশে এসেই বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণস্থলের ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় (Social Media)। বেশ কয়েকটি রক্তাক্ত দেহ সেখানের মাটিতে পড়ে থাকতে দেখা গিয়েছে। ঘটনাস্থলে বেশ কতগুলি অঙ্গ-প্রত্যঙ্গও পড়ে থাকতে দেখা গিয়েছে।
Heartbreaking news is coming from Mastung, Balochistan. Blast In #Mastung, 7 Martyred, 50 Injured. #MastungBlast pic.twitter.com/AZ97dh1cdQ
— Aima Khan (@aima_kh) September 29, 2023
এদিকে এই বিস্ফোরণের ঘটনায় বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের হাসপাতালে (Hospital) ভর্তি করা হয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, এই বোমা বিস্ফোরণে অন্তত ৩৪ জনের মৃত্যু হয়েছে। কিন্তু সেই মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। বিস্ফোরণের জেরে অন্তত ১৩০ জন আহত হয়েছেন বলে খবর। একজন ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশও বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন।
Flash:
At least 15 people were killed — including a police officer — and over 50 were injured in what officials believe was a suicide #blast near a mosque in #Balochistan ’s Mastung district on Friday. pic.twitter.com/gGhfVvK7Jn
— Yuvraj Singh Mann (@yuvnique) September 29, 2023
বালোচিস্তানের অন্তর্বর্তীকালীন তথ্যমন্ত্রী জান আচাকযাই জানিয়েছেন, ইতিমধ্যেই উদ্ধারকারী দল বিস্ফোরণ স্থলে পৌঁছেছে। হতাহতদের সকলকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতিমধ্যেই ওই প্রদেশের সব হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে। তাঁর অভিযোগ, ‘বিদেশি মদতে বালোচিস্তানে ধর্মীয় সহনশীলতা ও শান্তির পরিবেশ নষ্ট করার চেষ্টা চলছে।’