বাংলাহান্ট ডেস্ক: ভয়াবহ ভূমিকম্পে (Earthquake) কেঁপে উঠেছে তুরস্ক (Turkey), সিরিয়া-সহ (Syria) চারটি দেশ। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৬। জানা গিয়েছে, তুরস্কের নুরদাগি (Noordagi) থেকে ২৩ কিলোমিটার পূর্বে কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের তীব্রতা এতটাই ছিল যে একাধিক বাড়ি ভাঙা পড়েছে।
কার্যত ধ্বংসস্তুপে পরিণত হয়েছে দেশগুলি। মৃতের সংখ্যা ৩৮০০ ছাড়িয়েছে। এখনও ধ্বংসস্তুপের নীচে শতাধিক মানুষ আটকে পড়েছেন। একাধিক মানুষ নিখোঁজ। ফলে আশঙ্কা করা হচ্ছে, আরও অনেকটাই বাড়তে পারে মৃতের সংখ্যা। ইতিমধ্যেই তুরস্কে সাত দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে।
শেষ পাওয়া তথ্য অনুযায়ী, তুরস্ক ও সিরিয়ায় অন্তত ৩৮০০ মানুষ নিহত হয়েছেন। একইসঙ্গে ১৫ হাজারেরও বেশি মানুষ আহত। তুরস্কের ভাইস প্রেসিডেন্ট ফুয়াট ওক্টাই (Fuat Oktay) জানিয়েছেন, ১০টি শহরে ১৭০০টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। একইসঙ্গে সিরিয়ায় ৭৮৩ জন প্রাণ হারিয়েছেন ও ৬৩৯ জন আহত।
ইসরায়েল (Israel) ও লেবানন (Lebanon) থেকেও একাধিক মৃত্যুর খবর মিলেছে। তুরস্ককে সব রকমের সাহায্য করার আশ্বাস দিয়েছে ভারত (India)। ইতিমধ্যেই জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF) ও বিশেষ কুকুর বাহিনী (Dog Squad) সেখানে রওনা দিয়েছে। ডেপুটি কমান্ডান্ট দীপক তলওয়ার (Deepak Talwar) জানিয়েছেন, এই দলে ৪৭ জন এনডিআরএফের প্রতিনিধি রয়েছেন। জাতিসংঘের (United Nations) নিয়ম মেনে কাজ করবেন তাঁরা।
#WATCH | Team of NDRF personnel along with a specially trained dog squad and necessary equipment departs from Hindon Airbase in Ghaziabad for Turkey, for search and rescue operations.#Turkey was hit by three consecutive devastating earthquakes, killing more than 3,400 people pic.twitter.com/sbkCjx75ug
— ANI (@ANI) February 7, 2023
একটি দল গতকাল রাতেই রওনা দিয়েছে। অন্য দলটি আজ সকালে রওনা দেওয়ার কথা ছিল। তুরস্ক, সিরিয়া-সহ চারটি দেশে ভয়ঙ্কর শীত চলছে এখন। ভূমিকম্পের তীব্রতার ফলে এই ব্যাপক ঠান্ডাতেও সব মানুষ বাড়ির বাইরে বেরিয়ে আসেন। ভূমিকম্পের ফলে বাড়িগুলি দুলতে দুলতে এক সময় ভেঙে পড়ে যায়। কম্পনের তীব্রতা মিশরের কায়রো শহরেও অনুভূত হয়।
মার্কিন জিওলজিক্যাল সার্ভের (US Geological Survey) মতে, গাজিয়ানটেপের (Ghaziantep) ৩৩ কিলোমিটার দূরে মাটির ১৮ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের উৎসস্থল। সোমবার স্থানীয় সময় ভোর ৪টে ১৭ মিনিটে প্রথম কম্পন অনুভূত হয়। ভূমিকম্প পরবর্তী কম্পনের মাত্রাও রিখটার স্কেলে ৬ ছিল।
সিরিয়া এমনিতেই দীর্ঘসময় ধরে গৃহযুদ্ধের (Civil War) মধ্যে রয়েছে। সেখানে এমনিতেই দুর্দশায় রয়েছেন মানুষ। তার উপর এমন তীব্র ভূমিকম্পের ফলে বাড়ল তাঁদের অসহায়তা। সিরিয়ার মিডিয়া জানিয়েছে, সরকার নিয়ন্ত্রিত এলাকায় ২৩৭ জনের মৃত্যু হয়েছে। আহত ৩৬০। অন্যদিকে, বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় নিহত অন্তত ৪৭ জন।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, এমন তীব্র ও ভয়াবহ ভূমিকম্প গত ১০০ বছরে আর দেখা যায়নি। চারটি দেশ জুড়েই ক্ষয়ক্ষতির চিত্র চোখে পড়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তুরস্ক ও সিরিয়া। সেখানে দামাস্কাস (Damascus), আলেপ্পো (Aleppo), হামা (Hama) শহরে একাধিক ভবন ধসে পড়ার খবর মিলেছে। সব ট্রেন পরিষেবা বাতিল করা হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, প্রায় ৪০ সেকেন্ড ধরে কম্পন অনুভূত হয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ আরডোগান (Recep Tayyip Erdogan) টুইটারে জানিয়েছেন, ঘটনার সঙ্গে সঙ্গেই উদ্ধারকারী দলকে পাঠিয়ে দেওয়া হয়। ঘটনার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও (Narendra Modi) শোক প্রকাশ করেছেন। একইসঙ্গে তুরস্ককে সব রকম সাহায্যের আশ্বাসও দিয়েছেন তিনি।