বাংলাহান্ট ডেস্কঃ মারণ ভাইরাস করোনা সংক্রমণের সময়ে বিরাম নেই তৃণমূলের (TMC) গোষ্ঠীদ্বন্দ্বের। আবারও শাসকদলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে মৃত্যু হল এক যুবকের। বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে বর্ধমান (Burdwan) শহরের লক্ষ্মীপুর মাঠ এলাকায়। মৃতের নাম গৌতম দাস (Gautam Das) (২৫)।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এলাকার দুই তৃণমূল নেতা সুরেন্দ্র শর্মা ও বিকাশ মণ্ডল গোষ্ঠীর মধ্যে দীর্ঘ দিন ধরে বিবাদ লেগে রয়েছে। এদিন সন্ধ্যায় এলাকার তৃণমূল সমর্থক গৌতম দাস বাইকে চেপে তাঁর বাড়ি বাদশাহী রোড এলাকায় ফিরছিলেন। সেই সময়ে তাঁর বাইকের হাতল কোনভাব কৌশিক নামে এক যুবকের গায়ে ঠেকে যায়। এই ঘটনা নিয়ে উভয়ের মধ্যে বাদানুবাদ শুরু হয়ে যায়। ওই সময় রাজনারায়ণ সাউ ওরফে বাবুয়া নামে এলাকার এক তৃণমূল কর্মী ঘটনাস্থলে পৌঁছতেই উভয়ের মধ্যে বিরোধ চরমে ওঠে।
তাঁদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় চলার সময় গৌতম দাসকে ধরে বেপরোয়া মারধোর করা শুরু করা হয় বলে অভিযোগ। মারের চোটে গুরুতর জখম অবস্থায় গৌতম দাস মাটিতে লুটিয়ে পড়েন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এরপরই উত্তেজিত জনতা বিকাশে মণ্ডলের বাড়িতে ভাঙচুর চালায়।
জেলা পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায় বলেন, বাইকে ধাক্কাকে কেন্দ্র করে মারপিট হয়। একজন গুরুতর জখম হয়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। তৃণমূল কংগ্রেসের পক্ষে এই গোলমাল নিয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
স্থানীয়দের অভিযোগ, তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষেই গৌতম দাসের মৃত্যু হয়েছে। যদিও বিকাশ মণ্ডল বলেন, মিথ্যা অভিযোগে আমার বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে। পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে।