বাংলা হান্ট ডেস্কঃ বছরের শেষ দিনে ভয়াবহ দুর্ঘটনা নিউটাউনে (Newtown)। শনিবার কাক ভোরে একের পর এক সিলিন্ডার (Cylinder) বিস্ফোরণে (Blast) কেঁপে উঠল গোটা এলাকা। ঘন কালো ছায়ায় ভরে গেল চারিদিক। ভস্মীভূত ১২ টি অস্থায়ী দোকান। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের পাঁচটি ইঞ্জিন।
এদিন ভোররাতে ঘটনাটি ঘটেছে নিউটাউনের জ্যোতিনগর মৃধা মার্কেটে। স্থানীয় সূত্র মারফত খবর, মার্কেটে খালের ধারে আগুন লাগে। এরপর নিমেষের মধ্যে সেই বিধ্বংশী আগুন গ্রাস করে একের পর এক ১২ টি দোকানে। সেখানে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুত থাকায় দ্রুত আগুন দ্রুত ছড়িয়ে পরে। এরপরই পাশের খাবারের দোকানগুলিতে গ্যাস সিলিন্ডার মজুত থাকায় পরপর শব্দ করে গ্যাস সিলিন্ডার ফাটতে শুরু করে। বিস্ফোরণের তীব্রতায় আতঙ্কে কাঁটা হয়ে যায় এলাকার লোকজন।
প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, শর্ট সার্কিট থেকেই এই ভয়াবহ আগুন লেগেছে। এলাকার লোকজন দমকলে খবর দিলে ভোরেই ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ৫ টি ইঞ্জিন। এরপর তাঁদের দ্রুত তৎপরতায় সকাল সাড়ে ছ’টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে।
ভয়াবহ ঘটনায় পুড়ে ছাই হয়ে গেছে পরপর ১২ টি অস্থায়ী দোকান। তবে স্বস্তি জাগিয়ে এখনো পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। ঘটনা প্রসঙ্গে এক দমকল কর্মী জানান, “আগুন জ্বলার পর যেহেতু খবর পাই সেই কারণে বলা মুশকিল ঠি কী থেকে আগুন লেগেছে। এটা তদন্ত সাপেক্ষ ব্যাপার। আমরা চারটে নাগাদ খবর পাই। এলাকাবাসী বলছে ১২টা দোকান পুড়ে গিয়েছে। তার আগে এলাকাবাসী আরও যে সকল দোকান ছিল সেই দোকানগুলির যাতে ক্ষতি না হয় সেই জন্য জল দিতে শুরু করে। এরপরই আগুন নিয়ন্ত্রণে আসে।” ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে জনমানসে। থমথমে গোটা এলাকা।