৬ ঘন্টাতেও নিভল না বাংলাদেশের বঙ্গবাজারের আগুন! বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৪ হাজার দোকান, মৃত একাধিক

Last Updated:

বাংলাহান্ট ডেস্ক : ভয়াবহ অগ্নিকাণ্ড (Fire Accident) ঢাকার (Dhaka) বঙ্গবাজারে। টানা ছয় ঘন্টার চেষ্টাতেও এখনো নিয়ন্ত্রণে আনা যায়নি সেই আগুন। আগুন ছড়িয়ে পড়েছে আশেপাশের দোকানগুলিতে। আগুন নিয়ন্ত্রণে আনার জন্য কাজ করছে ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট। তাদের সাথে রয়েছে সেনা, নৌ ও বিমান বাহিনীর সাহায্যকারী দল। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি দলও তাদের সহায়তার জন্য যোগদান করেছে।

ব্যবসায়ীরা বলছেন, পুড়ে ছাই হয়ে গেছে ৪ হাজারেরও বেশি দোকান। বেসরকারিকভাবে কিছু মানুষের মৃত্যুর খবরও উঠে আসছে। মঙ্গলবার ভোর ৬টার দিকে এই আগুন লাগার খবর প্রকাশ্যে আসে। এরপর যত সময় গেছে ততই আগুন ছড়িয়ে পড়েছে চারপাশে। দাউ দাউ করে আগুন জ্বলছে বঙ্গবাজারের চারটি মার্কেটেই অর্থাৎ বঙ্গবাজার মার্কেট, ইসলামিয়া মার্কেট, বঙ্গ ১০ কোটি মার্কেট, আদর্শ মার্কেট।

স্থানীয় ব্যবসায়ীরা দাবি করছেন এই চারটি বাজারে চার হাজারেরও বেশি দোকান আছে। বিভিন্ন ধরনের কাপড় মজুদ থাকায় আগুন দ্রুত ছড়িয়েছে বলে জানান তারা। আগুনে প্রায় সমস্ত পোশাক ও কাপড় ভস্মিভূত হয়ে গেছে। দমকল কর্মীরা জানাচ্ছেন, অত্যধিক ধোঁয়ার কারণে আগুন নেভানোর কাজে তাদের বেগ পেতে হচ্ছে। ধোঁয়ার কারণে আশেপাশের এলাকা অন্ধকার হয়ে গেছে।

Bangladesh

আশেপাশের বহুতলগুলিতে আগুন যাতে ছড়িয়ে না পড়ে সেই চেষ্টা করছেন দমকল কর্মীরা। অপরদিকে আগুন নেভাতে গিয়ে জল সংকট তৈরি হয়েছে। দমকল বিভাগ বঙ্গবাজারের আগুন নেভানোর জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের পুকুর থেকে জল সংগ্রহ করছে। হাতিরঝিল থেকে হেলিকপ্টারে করে জল আনা হচ্ছে। প্রশাসনের তরফ থেকে স্থানীয়দের অনুরোধ করা হচ্ছে তারা যাতে দমকলের কাজে ব্যাঘাত সৃষ্টি না করেন।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

X