কুম্ভ মেলায় ভয়াবহ আগুন! জ্বলল একের পর এক তাঁবু, চাঞ্চল্যকর তথ্য জানাল পুলিশ

বাংলা হান্ট ডেস্ক: ১৪৪ বছর পর মহাসমারহে পালন হচ্ছে মহাকুম্ভ (Kumbh Mela), যেখানে উপস্থিত হয়েছেন লক্ষ লক্ষ পুণ্যার্থী। আর এই পূণ্যস্থানেই ঘটে গেল অঘটন। রবিবার হঠাৎই ভয়াবহ আগুন লাগল মহাকুম্ভে। দাউ দাউ করে জ্বলল সাধুদের একের পর এক তাঁবু। মেলা চত্বরে ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান শিখা। কালো ধোঁয়ায় ঢেকে যায় কুম্ভ মেলার প্রাঙ্গণ। আগুনের রোষানল থেকে বাঁচতে ভক্তরা ছুটে পালাতে শুরু করেন। কিন্তু প্রশ্ন হচ্ছে কিভাবে লাগল আগুন?

কুম্ভমেলায় (kumbh Mela) কিভাবে লাগল আগুন:

কুম্ভমেলায় (Kumbh Mela) কিভাবে আগুন লাগল সেই বিষয়ে কোনও স্পষ্ট কিছু জানা যায়নি। তবে অনুমান করা হচ্ছে, রান্নার গ্যাস থেকে ঘটে এই অগ্নিকাণ্ড। আর এই বিস্ফোরণের কারণে একাধিক তাঁবু পুড়ে গিয়েছে। তবে বলা হচ্ছে দিনের বেলায় হওয়ায় বড়সড় বিপদের হাত থেকে বেঁচে গেছেন ভক্তরা। এমনকি দিনের বেলায় হওয়ায় সকলে তাঁবু থেকে বেরিয়ে যেতে পেরেছেন বলে দাবি। পাশাপাশি, মোকাবিলা বিপর্যয় টিম সেখানে প্রস্তুত থাকায় কোনও বড়সড় দুর্ঘটনার মুখে পড়তে হয়নি।

কি বলেছেন এই বিষয়ে সকলে: এই বিষয়ে এডিজি ভানু ভাস্কর জানিয়েছেন, কুম্ভ মেলার (Kumbh Mela) সেক্টর ১৯-এ  সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে। যার ফলে তাঁবুতে বড় আগুন লেগে যায়। তিনি আরও জানিয়েছেন, “কিছু তাঁবুতে আগুন লেগেছিল, সেগুলি এখন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই। এমনকি যেসমস্ত জায়গায় ধোঁয়া নির্গত রয়েছে তাও বন্ধ করার চেষ্টা করা হচ্ছে। আগুন নেভানোর সমস্ত রকম উপকরণের ব্যবস্থা ছিল বলেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে”।

আরও পড়ুনঃ ফের বাজার কাঁপাবেন আম্বানি, আসছে “Jio কয়েন”, রয়েছে বিরাট চমক

আখড়া পুলিশ স্টেশনের স্টেশন ইনচার্জ ভাস্কর মিশ্র জানিয়েছেন, “কুম্ভ মেলায় (Kumbh Mela) সেক্টর ১৯-এ দুটি সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে। দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন”। এমনকি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ গোটা বিষয়টির খোঁজ নিয়েছেন। মুখ্যমন্ত্রীর নির্দেশেই সেখানে উচ্চপদস্থ আধিকারিকরা এখনও মজুত রয়েছে। জানা গিয়েছে, কিছু বুঝে ওঠার আগেই আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ে। যারফলে সাধুদের একের পর এক তাঁবু পুড়ে গিয়েছে। যদিও দমকল কর্মী এবং বিপর্যয় মোকাবিলা দপ্তর সেখানে উপস্থিত থাকায় দ্রুত আগুন নেভানোর কাজে ঝাঁপিয়ে পড়েন।

আরও পড়ুনঃ ‘এক আইপিএস সবটা জানে’, কে সে? আদালতে দাঁড়িয়ে যা বলেছিলেন সঞ্জয়…

ইতিমধ্যেই, এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে ভক্তদের মধ্যে। প্রসঙ্গত, ১২ টি পূর্ণ কুম্ভ পেরিয়ে ১৪৪ বছর পর ফিরেছে মহা কুম্ভ। উত্তরপ্রদেশের প্রয়াগরাজে বসেছে কুম্ভ মেলা (Kumbh Mela)। গঙ্গা-যমুনা-সরস্বতী তিন নদীর সঙ্গমস্থলে জমায়েত হয়েছেন বহু পুণ্যার্থী। গত ১৩ জানুয়ারি এই শুভ সময়ের সূচনা হয়। কিন্তু ৬ দিনের মাথায় এমন দুর্ঘটনা। যদিও গোটা বিষয়টি এখন নিয়ন্ত্রণে রয়েছে বলেই সূত্রের খবর ।

Sunanda Manna
Sunanda Manna

সুনন্দা মান্না, বাংলা হান্টের স্ক্রিপ্ট রাইটার। গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতা করার পর থেকেই সংবাদ মাধ্যমে কাজ শুরু। দেশ থেকে বিদেশ, রাজনীতি, বিনোদন বিভিন্ন তথ্যই আপনাদের কাছে তুলে দেওয়া আমার মূল লক্ষ্য।

সম্পর্কিত খবর