বাংলাদেশের সীতাকুণ্ডে রাসায়নিক গুদামে পরপর বিস্ফোরণ! অগ্নিদগ্ধ হয়ে মৃত ১৯, আহত শতাধিক

বাংলা হান্ট ডেস্কঃ শনিবার গভীর রাতে বাংলাদেশে ঘটে গেলো এক ভয়াবহ অগ্নিকাণ্ড আর তার জেরেই বর্তমানে কমপক্ষে 19 জনের মৃত্যু হয়েছে বলে খবর। গতকাল বাংলাদেশের চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি কন্টেনার ডিপোতে আগুন লেগে যাওয়ার কারণে তা অতি শীঘ্র ছড়িয়ে পড়ে চারদিকে।

বর্তমানে এই ঘটনায় কমপক্ষে 19 জনের মৃত্যু হলেও এই সংখ্যা আরো বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। উক্ত স্থানের একাধিক মানুষ ছাড়াও পুলিশ এবং দমকলের কর্মীরাও এক্ষেত্রে গুরুতর জখম হয়েছেন। দেড়শো জনেরও বেশি আহতদের তৎক্ষণাৎ স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সূত্রের খবর, গতকাল রাত এগারোটার পর আচমকাই সীতাকুণ্ডে এক কন্টেনার ডিপো বা রাসায়নিক গুদামে পরপর বেশ কয়েকটি বিস্ফোরণ ঘটে আর সেখান থেকে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে সর্বত্র। পুলিশের মতে, কন্টেনারে রাখা রাসায়নিক পদার্থে বিস্ফোরণ ঘটার ফলে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। এই বিস্ফোরণের মাত্রা এতটাই বেশি ছিলো যে, সম্পূর্ণ ডিপো ছারখার করার পাশাপাশি বেশ কয়েকটি বাড়ি পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়।

Bangladesh fire

জানা গিয়েছে, আগুন লাগার খবরটি সামনে আসার পরেই শোরগোল পড়ে যায় সর্বত্র এবং এরপর ঘটনাস্থলে হাজির হয় দমকলের বিশাল বাহিনী। এক্ষেত্রে তাদের 19 টি ইঞ্জিন গিয়ে আগুন নেভানোর কাজ করে। তবে দীর্ঘ প্রচেষ্টার পর সেই আগুন নেভানো গেলেও ঘটনাস্থলে আহত হয় পড়েন পুলিশ এবং দমকল বাহিনীর একাধিক কর্মী।


Sayan Das

সম্পর্কিত খবর