বারাসতের সরকারি গুদামে আগুন, পুড়ে ছাই ৩০ কোটির কিট ও ওষুধ!

বাংলাহান্ট ডেস্কঃ ভয়াবহ অগ্নিকাণ্ড (Massive Fire) বারাসতে (Barasat) স্বাস্থ্য দপ্তরের গুদামে। ২৬ ঘন্টার চেস্টায় আগুন আয়ত্তে এলেও পুড়ে ছাই হয়ে যায় করোনা কিট, মাস্ক, স্যানিটাইজার সহ একাধিক রোগের টিকা। এমনকি পুড়ে যায় জীবনদায়ি ওষুধও। ফলত জেলার একাধিক হাসপাতালে ওষুধ সংকট দেখা দেওয়ার আশঙ্কা প্রকাশ করছেন অনেকেই।

শুক্রবার রাত ১ টা নাগাদ আগুন লাগে ওই সরকারি গুদামে। তারপর দমকল বাহিনীর ২৬ ঘন্টা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে রবিবার ভোরে। প্রাথমিক ভাবে অনুমান শট সার্কিটের ফলে আগুন লাগে ওই গুদামে।

Karnataka fire department to issue certificates online

স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, শুক্রবার রাতে গুদাম লাগোয়া একটি ল্যাম্পপোস্ট থেকে আগুনের ফুলকি ছিটকে যায় পাশের এলটি অস্থায়ী দোকানে। সেই আগুন ছড়িয়ে যায় পাশের গুদামে। কালো ধোঁয়া দেখতে পেয়ে তৎক্ষণাৎ দমকলে খবর দেয় স্থানীয়রা। তারপরই ছয়টি ইঞ্জিন সহ ৬৭ জন দমকলকর্মী আগুন নেভানোর কাজে লেগে পড়েন। দীর্ঘ ২৬ ঘন্টার চেস্টায় রবিবার ভোরে সেই আগুন নিয়ন্ত্রণে আসে।

অগ্নিকাণ্ডে হতাহতের কোনও খবর না পাওয়া গেলেও গুদামের ভিতরে থাকা চিকিৎসা সামগ্রীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। যার অনুমানিক বাজারদর কষা হচ্ছে প্রায় ৩০ কোটি টাকা। ইতিমধ্যেই হাসপাতাল গুলিতে জরুরি ওষুধ সরবরাহ যাতে অব্যহত থাকে, তার জন্য রাজ্য স্বাস্থ্য দপ্তরকে (Health Department) অবহিত করেছে জেলা স্বাস্থ্য দপ্তর।


সম্পর্কিত খবর