রাজধানীর বুকে বীভৎস অগ্নিকাণ্ডের জেরে মৃত ২! লড়াই চালাচ্ছে দমকলের ১০ টি ইঞ্জিন

বাংলা হান্ট ডেস্কঃ ভয়াবহ অগ্নিকাণ্ড (Massive Fire) রাজধানীতে। এদিন সকাল হতে দিল্লির (Delhi) নারেলা ইন্ডাস্ট্রিয়াল (Narela Industrial) এলাকায় জুতো তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে শোরগোল পড়ে যায় সর্বত্র। এই ঘটনায় ইতিমধ্যেই ২ জনের প্রাণ গিয়েছে। আহত অনেকেই।

সূত্রের খবর, এদিন সকাল হতেই দিল্লির নারেলা ইন্ডাস্ট্রিয়াল এলাকায় জুতো তৈরির কারখানায় আচমকাই আগুন লেগে যায়। পরবর্তীতে গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে গেলে তৎক্ষণাৎ দমকলে খবর দেওয়া হয়। অগ্নিকাণ্ডের খবর পেতেই তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে দমকলের মোট ১০ টি ইঞ্জিন।

উদ্ধার কার্য শুরু করার পাশাপাশি অন্যান্য একাধিক বিষয় খতিয়ে দেখা হচ্ছে। সূত্রের খবর, অগ্নি কাণ্ডের এই ঘটনায় দমকলের তরফ থেকে ইতিমধ্যে ২০ জন ব্যক্তিকে উদ্ধার করা সম্ভব হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়ার পাশাপাশি পরবর্তীতে উদ্ধার কার্য চালানো হয়ে চলেছে। ঘটনাস্থলে দমকলের পাশাপাশি পুলিশও উপস্থিত রয়েছেন।

হাসপাতাল সূত্র মারফত জানা যাচ্ছে, অগ্নিকাণ্ডের ঘটনায় আহতরা বর্তমানে খানিকটা স্থিতিশীল রয়েছেন। এক্ষেত্রে জুতো তৈরির কারখানায় কিভাবে আগুন লাগল, সে বিশেষ স্পষ্ট কোন ধারণা না মিললেও দমকলের তৎপরতায় কিছুটা নিয়ন্ত্রণে এসেছে আগুন।

1618531436 fire santuri

স্থানীয়রা জানান, “এদিন সকাল হতেই গোটা এলাকা কালো ধোঁয়ায় এক প্রকার ঢেকে যায়। পরবর্তীতে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে স্থানীয় থানায় খবর দেওয়ার পাশাপাশি দমকলে জানানো হয়। এক্ষেত্রে দমকলের তৎপরতায় ঘটনাস্থলে এসে পৌঁছায় ১০ টি ইঞ্জিন এবং ইতিমধ্যে আগুন বেশ কিছুটা নিয়ন্ত্রণে এসেছে বলেই খবর।

Sayan Das

সম্পর্কিত খবর