বাংলাহান্ট ডেস্কঃ ভারত (India) বাংলাদেশ (Bangladesh) সীমান্তে ফের ছড়াচ্ছে উত্তেজনা। সম্প্রতিকর বন্ধনের মধ্যে মাঝে মধ্যেই সংঘর্ষের আঁচ এসে পড়ছে। সীমান্ত এলাকায় ভারতের বিএসএফ (Border Security Force) জওয়ানদের সাথে বাংলাদেশী সেনাদের সংঘর্ষের খবর প্রায়ই প্রাকাশ্যে আসছে।
বাংলাদেশের চোরাচালানকারী
উত্তর ২৪ পরগনার বাঁশঘাটার বিএসএফ ক্যাম্পের পাশে শনিবার রাত সাড়ে ৩ টে নাগাদ ঘটে যায় এক আকস্মিক হামলা। তিন চোরাচালানকারীদের পাকড়াও করতে গিয়ে আহত হন বিএসএফের ১০৭ নম্বর ব্যাটেলিয়নের তিন জওয়ান। গভীর রাতে ওই অঞ্চলে টহলদারী চালাচ্ছিল ভারতের সীমান্ত এলাকার তিন জওয়ান। আচমকাই তারা বেশ কয়েকজন চোরাচালানকারীকে ওই অঞ্চলে দেখতে পান।
সংখ্যায় তিনজন থাকলেও জওয়ানরা ঝাঁপিয়ে পড়ে তাঁদের উপরে। তাঁদেরকে চারিদিক থেকে ঘিরে হাতে থাকা দা, ভোজালি, লোহার রড ও লাঠি দিয়েই জওয়ানদের উপর হামলা চালায় বাংলাদেশের ১০ থেক ১২ জন চোরাচালানকারী। ঘটনাস্থলে আহত হন ভারতের জওয়ানরা।
পাল্টা হামলা চালায় বিএসএফ
আহত হলেও ছেড়ে দেয় না ভারতের সেনারা। নিজেদের পাম্প অ্যাকশন গান থেকে পাঁচ রাউন্ড গুলি চালায় ভারতের জওয়ানরা। তাঁদের ছোঁড়া গুলিতে আহতও হয় এক বাংলাদেশী চোরাচালানকারী। ঘটনার জেরে উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়। সংঘর্ষের জেরে চোরাচালানকারীদের পড়ে যাওয়া সামগ্রীর থেকে প্রায় আট কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
এই ঘটনার পূর্বেও বহুবার এই ধরনের ঘটতে ঘটতে দেখা গেছে। কখনও জিনিসপত্র তো কখনও বেআইনিভাবে মানুষজনকেও পারাপার করা হয় এই ভাবেই। আবার সাধারণ মানুষের ছদ্মবেশে অনেক সময় ভয়ঙ্কর দুস্কৃতীরাও টাকার লোভ দেখিয়ে সীমান্ত পার হওয়ার চেষ্টা করে।