সুইডেনের ছায়া বাংলাদেশে! এবার কোরান পোড়ানোর ঘটনায় জ্বলে উঠল ওপারবাংলা

বাংলা হান্ট ডেস্কঃ কোরান (Quran) পোড়ানোর ঘটনা ঘিরে উত্তপ্ত ওপারবাংলা (Bangladesh)। প্রতিবাদ জানাতে বাংলাদেশে পথে নামল আম জনতা। সিলেট জেলা দুই নাগরিকের বিরুদ্ধে ইসলামের পবিত্রতম গ্রন্থ কোরান পোড়ানোর অভিযোগ উঠেছে বলে জানা গিয়েছে। অভিযুক্তদের ধরতে পেরেই বেধড়ক প্রহার চালায় উন্মত্ত জনতা।

জানা গিয়েছে, ঘটনার জেরে পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে আহত হন অন্তত ১৪ জন পুলিশকর্মী। পুলিশ সূত্রে খবর, ইসলামের ধর্মগ্রন্থ পোড়ানোর ঘটনায় রবিবার রাতে অন্তত ১০ হাজার মানুষ পথে নামে। তুমুল বিক্ষোভে সামিল হন সকলে। অভিযুক্তদের আধমরা করার পর ওই দুজনকে তাদের হাতে তুলে দেওয়ার দাবি জানায় উত্তপ্ত জনতা।

ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হয় বিশাল পুলিশ বাহিনী। উত্তপ্ত জনতাকে ছত্রভঙ্গ কররে করা হয় লাঠিচার্জ। কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। ওদিকে আম জনতার সঙ্গে সংঘর্ষের ঘটনায় গুরুতর জখম হন অন্তত ১৪ জন পুলিশকর্মী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রীতিমতো হিমশিম খেতে হয় পুলিশকে।

পুলিশ সূত্রে খবর, ধৃতদের ও দুই যুবকের নাম–নুরুর রহমান ও মেহবুব আলম। এর মধ্যে নুরুর রহমান একটি স্কুলের প্রিন্সিপাল। দুই ধৃতের কাছ থেকে সব মিলিয়ে প্রায় ৪৫টি কোরান উদ্ধার করেছে পুলিশ। এদিকে যদিও নিজেদের ওপর ওঠা অভিযোগ অস্বীকার করেছে ওই দুই যুবক।

bangladesh

ধৃত নুরুর রহমান জানান, কোরানগুলি বহু পুরনো এবং পাশাপাশি সেগুলিতে ছাপার ভুল থাকায় পোড়ানো হচ্ছিল। নিজেদের ধর্মগ্রন্থগুলিকে অবমাননার কোনও উদ্দেশ্য ছিলনা তাদের। প্রসঙ্গত, সম্প্রতি সুইডেন ও ডেনমার্কে কোরান পোড়ানোর ঘটনাক কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর