ইডেনে দিন রাতের টেস্টের প্রথম দিনেই মাস্টার স্ট্রোক সৌরভের! বোর্ড প্রেসিডেন্টের জাদুতে ইডেনে মিলন মেলা

বাংলা হান্ট ডেস্ক : শুক্রবার ইডেনের মাঠে এক নতুন ইতিহাস তৈরি হয়েছে, একদিকে দেশের মাটিতে এই প্রথম পিংক বল টেস্ট অন্য দিকে আন্তর্জাতিক দিন রাতের টেস্ট অনুষ্ঠিত হয়েছে ইডেনের মাঠে। তাই শুক্রবার ইডেন গার্ডেন্সে একদিকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। তবে এ দিন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় জাদুতে ইডেনে যেন মিলন মেলা অনুষ্ঠিত হল।ej9ptnu8aa5gy9 tlwnW8jiieced

একদিকে ক্রিকেটের নন্দন কারণে নিজেদের দেশের খেলা লাইভ দেখতে উপস্থিত হয়েছিলেন শেখ হাসিনা, তারপর লাঞ্চের সময় উপস্থিত হয়েছিলেন সচিন তেন্ডুলকর ভিভিএস লক্ষ্মণ হরভজন সিংহ এবং অনিল কুম্বলে, যদিও শুধুমাত্র এই কয়েকজন নয় পিভি সিন্ধু সানিয়া মির্জা মেরি কম পুল্লেলা গোপীচন্দন হাজির হয়েছিলেন এ দিন আর সব মিলিয়ে যেন ইডেনের চাঁদের হাট বসেছিল।

এক দিকে তো খেলা নিয়ে টান টান উত্তেজনা আবার অন্য দিকে দেশের সব সনামধন্য খেলোয়াড়দের উপস্থিতি। পিঙ্ক শহরের সেজে উঠেছে তিলোত্তমা তার ক্রিকেট দুনিয়ার তারকাদের গোলাপি উপস্থিতি যেন এক অন্য সৌরভ ছড়িয়েছে এ দিন ইডেনের মাঠে। তবে এক দিকে তো খেলোয়াড়দের উপস্থিতি ও সাক্ষাত্ অন্যদিকে একের পর এক ছক্কা হাঁকিয়ে বাংলাদেশের ব্যাটসম্যানদের নিমেষে অল আউট করেন ভারতীয় বোলাররা।

মোহাম্মদ স্বামী থেকে ইশান্ত আবার বিরাট কোহলি থেকে চেতেশ্বর পূজারার জুটি কার্যত টেস্ট ক্রিকেটকে এক অন্য মাত্রায় পৌঁছে দিলেও প্রথম দিনই। এমনিতেই ক্রিকেটের নন্দন কারণে প্রথম পিঙ্ক বলে আন্তর্জাতিক দিন রাতের টেস্ট ক্রিকেট আয়োজন আবার অন্য দিকে দুই দেশের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্বকে এক করে দেওয়া এ যেন সৌরভের বড়সড় মাস্টারস্ট্রোক বটে।

সম্পর্কিত খবর