বাংলা হান্ট ডেস্ক :বর্তমান পরিস্থিতিতে ভারত পাকিস্থান সম্পর্ক অতিরিক্ত তিক্ত।জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার পর দুই দেশের মদ্যে কুটনৈতিক সম্পর্কের চরম অবনতি ঘটেছে। এরই মাঝে আগামী ১৪ এবং ১৫ সেপ্টেম্বর ইসলামাবাদে পাকিস্তানের বিরুদ্ধে ডেভিস কাপের এশিয়া-ওশিয়ানিয়া গ্রুপ ওয়ান ফিক্সচারে অংশ নেবে ভারত।কিন্তু এই অবস্থাতেও নিরপেক্ষ ভেনুতে সরানো হবে না ভারত-পাকিস্তান ডেভিস কাপ টাই। পাকিস্তান টেনিস ফেডারেশন স্পষ্ট জানালো, পাকিস্তানেই হবে ডেভিস কাপের ম্যাচ।ডেভিস কাপ টাই খেলতে সেপ্টেম্বরে ইসলামাবাদ যাওয়ার কথা ভারতীয় টেনিস দলের।
কিন্তু বর্তমান পরিস্থিতি বিচার করে ইসলামাবাদে দল পাঠাতে চাইছে না ভারতীয় টেনিস অ্যাসোসিয়েশন। ডেভিস কাপের এই টাই নিরপেক্ষ ভেনুতে সরিয়ে নিতে বিশ্ব টেনিস ফেডারেশনের কাছে আবেদন করবে AITA। কিন্তু তাতে পাকিস্তান টেনিস ফেডারেশন সম্মতি না দেওয়ায় অসুবিধায় পড়েছে ভারতীয় টেনিস দল।টেনিস ফেডারেশনের সভাপতি সেলিম সইফুল্লাহ খানের দাবি যথেষ্ট পরিমাণ নিরাপদ ব্যবস্থা করা হয়েছে। দুই দেশের তিক্ততার প্রভাব এই ম্যাচে পড়বে না।