হোলির দিন পুরো ভারতীয় ফুটবলের রং হয়ে উঠল সবুজ মেরুন। 2015 পর ফের 2020, পাঁচ বছরের মধ্যে দ্বিতীয় বারের মতো আইলিগ চ্যাম্পিয়ন হয়ে গেল মোহনবাগান। হাতে এখন চার ম্যাচ বাকি রয়েছে তার আগেই আইলিগ চ্যাম্পিয়ন হয়ে গেল মোহনবাগান। গতকাল কল্যাণী স্টেডিয়ামে আইজল এফসিকে 1-0 ব্যবধানে হারিয়ে ফের কলকাতার মাটিতে আইলিগ ট্রফি এল কিবু ভিকুনার মোহনবাগানের হাত ধরে।
এই ম্যাচের নায়ক পাপা বাবাকর দিওয়ারা মোহনবাগানের আইলিগ জয় প্রসঙ্গে বললেন এটা দলগত সাফল্য।
মোহনবাগানের জয়ের অন্যতম প্রধান কান্ডারী যিনি পুরো মাঝমাঠ জুড়ে দাপিয়ে বেড়িয়েছেন সেই জোসেবা বেইটিয়া বললেন এই প্রথমবার ভারতে খেলতে এসেছি আর এবারই চ্যাম্পিয়ন এই অনুভুতিটা সত্যি আলাদা।
মোহনবাগানের বস ফ্রান গঞ্জালেজের মতে দীর্ঘদিনের কঠিন পরিশ্রমের ফসল আজকের এই ট্রফি জয়। এখন আমাদের উৎসব করার সময়।
অপর এক স্প্যানিশ ফ্রান মোরান্তে আনন্দে আত্মহারা হয়ে বাংলাতেই বলে দিলেন জয় মোহনবাগান।
চলতি আইলীগে টানা 14 ম্যাচ অপরাজিত থেকে এবারের আইলিগ চ্যাম্পিয়ন হল মোহনবাগান। মোহনবাগানের এই জয়ে একদিকে যেমন ভারতীয় ফুটবলে বাংলার সম্মান বাড়ালো অপরদিকে বাংলার ফুটবলে ফের অক্সিজেন দিল।