বাংলা হান্ট ডেস্কঃ সাম্প্রতিক অতীতে একাধিক মামলায় উল্লেখযোগ্য রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। যা সংবাদের শিরোনামে উঠে এসেছে। এবার যেমন মতুয়া উৎসবের অনুমতি নিয়ে হওয়া একটি মামলায় বড় নির্দেশ দিয়ে দিলেন বিচারপতি অমৃতা সিনহা (Justice Amrita Sinha)। ইতিমধ্যেই এই নিয়ে শুরু হয়েছে চর্চা।
হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশে চাপে মমতাবালার অনুগামীরা?
প্রায় ৬২ বছর আগে বাতিল হয়েছে আইন। তা সত্ত্বেও সেই আইন দেখিয়ে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুরের (Mamata Bala Thakur) অনুগামীদের ঠাকুরনগরের মতুয়া উৎসবের অনুমতি দিয়েছিল জেলা পরিষদ। এদিকে ওই একই অনুষ্ঠানের অনুমতি চেয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হন বনগাঁর বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর।
মতুয়া উৎসবের অনুমতি নিয়ে হওয়া এই মামলাতেই এবার বড় নির্দেশ দিয়ে দিলেন বিচারপতি অমৃতা সিনহা। ইতিমধ্যেই জেলা পরিষদের অনুমতি বাতিল করেছে হাইকোর্ট (Calcutta High Court)। ফের নতুন করে আবেদনের নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ১৯ মার্চের মধ্যে সেটি বিবেচনা করে নতুন করে অনুমতি দেবে জেলা পরিষদ। উচ্চ আদালতের তরফ থেকে এমনই নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ ভিডিও মুছতে কাকুতিমিনতি ‘কালীঘাটের কাকু’র! কী এমন ছিল তাতে? এবার বোমা ফাটাল CBI
জানা যাচ্ছে, প্রায় ছয় দশক আগে জেলা পরিষদ আইন বাতিল হয়ে গিয়েছিল। কিন্তু তা সত্ত্বেও সেই সেই আইনকে হাতিয়ার করে মমতাবালা ঠাকুরের অনুগামীদের ঠাকুরনগরে মতুয়া উৎসবের অনুমতি দিয়েছিল উত্তর ২৪ পরগণা জেলা পরিষদ। এদিকে ওই একই অনুষ্ঠানের অনুমতি চেয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর (Shantanu Thakur)।
ওই মামলায় জমা পড়া নথি দেখে হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতির পর্যবেক্ষণ, ১৯৭৩ সালে রাজ্যে পঞ্চায়েত আইন আসার পর অবলুপ্ত হয়ে যায় ১৯৬৩ সালের জেলা পরিষদ আইন। তা সত্ত্বেও অবলুপ্ত হয়ে যাওয়া সেই আইন দেখিয়ে এক পক্ষকে অনুষ্ঠানের অনুমতি দেয় জেলা পরিষদ। সেই কারণে আদালত ওই অনুমতি বাতিল করল। ফের নতুন করে দুই পক্ষকে আবেদন করার নির্দেশ দেওয়া হয়েছে। হাইকোর্টের নির্দেশ, আগামী ১৯ মার্চের জেলা পরিষদ তা বিবেচনা করে নতুন করে অনুমতি দেবে।