ইমরান পদত্যাগ না করা পর্যন্ত, গোটা পাকিস্তান বনধের ডাক মৌলানা ফজলুর রহমানের

বাংলা হান্ট ডেস্কঃ ইসলামাবাদঃ পাকিস্তানের মৌলানা ফজলুর রহমান প্রধানমন্ত্রী ইমরান খানকে ইস্তফা দেওয়ার জন্য রবিবার পর্যন্ত সময় দিয়েছিল। ইস্তফা দেওয়ার জন্য বেঁধে দেওয়া সময়সীমা রবিবার রাতেই শেষ হয়ে যাওয়ার পর মৌলানা ফজল্র রহমান গোটা দেশে বনধ পালন করার হুমকি দিয়েছে। জমিয়ত-উলেমা-এ-ইসলাম ফজল (JUI-F) এর প্রধান রহমান দুই দিনের আল্টিমেটাম খতম হওয়ার পর ইসলামাবাদে একটি বিক্ষোভ প্রদর্শনের র‍্যালি সম্বোধিত করার সময় বলেন, লক্ষ্য পূরণ হওয়া পর্যন্ত প্রদর্শন জারি থাকবে। রহমান বলেন, মানুষের ভিড় ইমরান খানকে ক্ষমতাচ্যুত করা পর্যন্ত থাকবে।

imran khan summon meeting with pti party leaders 1500632385 3413 640x426

মৌলানা ক্ষুব্ধ বয়ে বলেন, ‘এটা পরিস্কার যে, শাসক দলকে বিদায় নিতে হবে, আর নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নতুন শাসক নির্বাচিত হবে। এটা ছাড়া আর কোন বিকল্প নেই। এখন ইসলামাবাদ বন্ধ, আমরা গোটা পাকিস্তান বন্ধ করে দেবো। আমরা থামব না, আমাদের লড়াই জারি থাকবে।” উনি বলেন, আগামী পদক্ষেপ নিয়ে সর্বসম্মতিতে সিদ্ধান্ত নেওয়ার জন্য সোমবার বিরোধী নেতাদের সাথে সাক্ষাৎ করে আগামী পরিকল্পনা তৈরি করা হবে। উনি বলেন, ‘এই আন্দোলন আর মানুষের ভিড় ইমরান খানকে সরকার থেকে উৎখাত করা পর্যন্ত থাকবে।”

imran khan 1200 1

মৌলানা রেহমান ইমরান খানকে ইস্তফা দেওয়ার জন্য গত সপ্তাহে ইসলামাবাদের নিজের সমর্থকদের নিয়ে আজাদি মার্চের নেতৃত্ব দিয়েছেন। উনি ইমরান খানকে অবৈধ শাসক বলেছেন। রহমান প্রধানমন্ত্রী ইমরান খানকে পদ ছাড়ার জন্য রবিবার পর্যন্ত সময়সীমা দিয়েছিল। রহমানের দাবি অনুযায়ী, ২০১৮ সালে হওয়া নির্বাচনে জালিয়াতি হয়েছিল, আর জালিয়াতি করেই ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়েছিলেন। আরেকদিকে, সেনা মৌলানার রহমানের এই দাবিকে খারিজ করে দেয়। প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, ইস্তফা দেওয়ার আমার কোন পরিকল্পনা নেই। সরকার শান্তি বজায় রাখা এবং সুরক্ষার জন্য রাজধানী ইসলামাবাদে ব্যাপক ব্যাবস্থা করেছে।


Koushik Dutta

সম্পর্কিত খবর