বাংলা হান্ট ডেস্কঃ ধর্মান্তকরণ মামলায় গ্রেফতার হওয়া মৌলানা কলিম সিদ্দিকিকে (Maulana Kaleem Siddiqui) নিয়ে নতুন নতুন তথ্য সামনে আসছে। উত্তর প্রদেশ এটিএস-র হাতে গ্রেফতার হওয়া মৌলানা দেশে সবথেকে বড় ধর্মান্তকরণ র্যাকেট চালাত। আর এরজন্য সে বিদেশ থেকে টাকাও পেত। তদন্তে এও তথ্য উঠে এসেছে যে, মৌলানা কলিম সিদ্দিকির সঙ্গে পাকিস্তানের গভীর সম্পর্ক রয়েছে। তাঁকে পাকিস্তান থেকে টাকা এবং টেকনোলজির মাধ্যমে সহযোগিতা করা হত।
জানা গিয়েছে যে, মৌলানা কলিম BSC ডিগ্রিধারী। তাঁর বয়স ৬৩-৬৪ বছর। তদন্তে উঠে এসেছে যে, এখনও পর্যন্ত সে ৫ লক্ষেরও বেশি অমুসলিমকে ইসলাম কবুল করিয়েছে। আর সে জন্নতের প্রলোভন এবং জাহান্নমের ভয় দেখিয়ে এরকম ব্যাপক হারে ধর্মান্তকরণ করত। পাশাপাশি যাদের ধর্মান্তকরণ করত, তাঁদের প্রশিক্ষণ দিয়ে আরও মানুষকে ইসলামের পথে নিয়ে আসত মৌলানা কলিম।
মৌলানা কলিম জামিয়া ইমাম বলিউল্লা নামের একটি ট্রাস্টও চালান। এছাড়াও বহু মাদ্রাসাকে টাকা দেন তিনি আর এরজন্য বিদেশ থেকে হাওয়ালার মাধ্যমে তাঁর ফান্ডে অনেক টাকাও আসে। মৌলানা ওই মাদ্রাসার আড়ালে ‘পয়গাম-ই-ইনসানিয়াত এর বার্তা দেওয়ার অছিলায় মানুষকে জন্নত, জাহান্নুমের লোভ আর ভয় দেখিয়ে ইসলাম কবুল করতে প্রেরিত করেন আর তাঁদের প্রশিক্ষণ দিয়ে অন্যদেরও ধর্মান্তকরণের জন্য ব্যবহার করেন।
ইতিমধ্যে মৌলানা কলিমের একটি অডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। যেখানে মৌলানাকে অমুসলিমদের ধর্মান্তকরণের কথা স্বীকার করতে শোনা যাচ্ছে পাশাপাশি বেশি করে ব্রাহ্মণ মেয়েদের ফাঁসিয়ে ইসলাম কবুল করানোর নিদান দিতে শোনা যাচ্ছে।
#EXCLUSIVE : मौलाना कलीम के वायरल ऑडियो से बड़ा खुलासा, धर्मांतरण के लिए निशाने पर थी ब्राह्मण की लड़कियां, सुनें ऑडियो #MaulanaKaleemSiddiqui #MaulanaKaleemSiddiquiAudio
अन्य Videos यहां देखें – https://t.co/ZoADfwSi4S pic.twitter.com/JdYVevSapk
— Zee News (@ZeeNews) September 23, 2021