বাংলা হান্ট ডেস্ক: এবার একটি অত্যন্ত চাঞ্চল্যকর ঘটনার প্রসঙ্গ সামনে এসেছে। যেটি সম্পর্কে জানার পর রীতিমতো শিউরে উঠবেন সবাই। মূলত, মহারাষ্ট্রের ভিওয়ান্ডিতে সাড়ে চার বছর আগে এক কিশোর হত্যার রহস্য অবশেষে উন্মোচিত হয়েছে। ওই ঘটনায় পুলিশ একজন মৌলানাকে গ্রেফতার করেছে। ওই নিখোঁজ কিশোরকে কীভাবে হত্যা (Murder) করা হয়েছিল তা সামনে আসার পরেই চমকে গিয়েছেন প্রত্যেকে।
প্রকাশ্যে এল ভয়াবহ হত্যাকাণ্ডের (Murder) ঘটনা:
জানিয়ে রাখি বলি যে, সাড়ে ৪ বছর আগে, একটি ১৭ বছর বয়সী কিশোর নিখোঁজ হয়ে যায়। এমতাবস্থায়, তার পরিবার একটি রিপোর্ট দায়ের করেছিল। সাড়ে চার বছর পরেও পুলিশ নিখোঁজ ছেলেটির সম্পর্কে কোনও সূত্র খুঁজে পায়নি। এমনকি জানা গিয়েছে যে, নিখোঁজ কিশোরের বাবা-মায়ের সাথে ওই মৌলানা কিশোরটির ফিরে আসার জন্য নাকি প্রার্থনাও করেন। কিন্তু সম্প্রতি, ক্রাইম ব্রাঞ্চের প্রপার্টি সেলের পুঙ্খানুপুঙ্খ তদন্তের পর, নিখোঁজ কিশোরকে খুন (Murder) করা হয়েছে বলে জানা গেছে।
কিশোর হত্যার রহস্য উন্মোচিত হয়েছে: তদন্তে জানা গেছে যে, ওই মৌলানা প্রথমে কিশোরটিকে হত্যা করে এবং তারপর তার দেহ টুকরো টুকরো করে ফেলে। তারপর তিনি তাঁর দোকানের নিচে সেই কিশোরের দেহের টুকরো পুঁতে দেন। ১৭ বছর বয়সী শোয়েব শেখের পরিবারের সদস্যরা স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেছিলেন। তবে, সাড়ে ৪ বছর পরেও, পুলিশ নিখোঁজ ছেলেটির সম্পর্কে কোনও সূত্র খুঁজে পায়নি।কিন্তু সম্প্রতি, ক্রাইম ব্রাঞ্চের তদন্তে জানা গেছে যে ছেলেটিকে খুন (Murder) করা হয়েছে।
কেন খুন করেন মৌলানা: এই মর্মান্তিক ঘটনাটি আসলে ভিওয়ান্ডির নাভি বস্তির। জানা গিয়েছে যে, সেখানে বসবাসকারী মৌলানা গোলাম রব্বানী শেখ তার দোকানের ভেতরে এক নাবালিকাকে যৌন নির্যাতন করেছিলেন। মৌলানার এই ঘৃণ্য কর্মকাণ্ড ও দেখে ফেলে ১৭ বছর বয়সী শোয়েব শেখ। এমতাবস্থায়, ওই ঘটনা জানাজানি হয়ে যাওয়ার ভয়ে মৌলানা শোয়েবকে তাঁর দোকানে ডেকে নিয়ে যান এবং শ্বাসরোধ করে হত্যা (Murder) করেন। পরে, তিনি মৃতদেহটি টুকরো টুকরো করে কেট, নাভি বস্তির নেহেরু নগরে স্থিত তাঁর দোকানের নিচে পুঁতে দেন। এর ফলে কেউ কিছুই জানতে পারেনি।
আরও পড়ুন: “ক্রিকেটাররা পাঠাতেন নগ্ন ছবি”, লিঙ্গ পরিবর্তনের পর গুরুতর অভিযোগ সামনে আনলেন বাঙ্গার কন্যা অনায়া
অপরাধ স্বীকার করেছেন: এদিকে, বছরের পর বছর কেটে গেলেও ওই নিখোঁজ পড়ুয়ার কোনও সন্ধান পাওয়া যায়নি। ২০২৩ সালে ওই এলাকার এক স্থানীয় বাসিন্দা কিশোরের হত্যায় (Murder) মৌলানার জড়িত থাকার সম্পর্কে পরিবারকে জানান। পরিবার সাহায্যের জন্য থানায় পৌঁছলে পুলিশ মৌলানাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। কিন্তু তিনি থানা থেকে পালিয়ে যান এবং অন্য রাজ্যে থাকতে শুরু করেন। এমতাবস্থায়, গত বৃহস্পতিবার পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে। জিজ্ঞাসাবাদের সময়ে ওই মৌলানা তাঁর অপরাধ স্বীকার করেন এবং সম্পূর্ণ সত্য প্রকাশ করেন। ইতিমধ্যেই ফরেনসিক দল অভিযুক্ত মৌলানার দোকান থেকে দেহাবশেষের নমুনা সংগ্রহ করেছে বলেও জানা গিয়েছে।