নতুন বছর উদযাপন “হারাম”, মুসলিমদের জন্য ফতোয়া জারি করে কী জানাল সর্বভারতীয় ইসলাম সমাজ?

বাংলাহান্ট ডেস্ক : আর মাত্র একটা দিন। তারপরেই শুরু হবে আরো একটা নতুন বছর। ২০২৪ শেষ হয়ে গোটা বিশ্বের মানুষ পা রাখবে ২০২৫ এ। ৩১ শে ডিসেম্বর ঘড়ির কাঁটা ঠিক রাত বারোটা ছুঁলেই শুরু হবে উদযাপন। কিন্তু এই উদযাপনে গা না ভাসানোর সতর্কবার্তা জারি করল সর্বভারতীয় মুসলিম (Muslim) সমাজ। খ্রিস্ট ধর্মের অনুকরণে নতুন বছরের উদযাপনে না মেতে নিজ ধর্মীয় রীতিনীতি পালনে মন দেওয়ার নিদান নিল সর্বভারতীয় মুসলিম (Muslim) জামাত।

নতুন বছর উদযাপনে নিষেধাজ্ঞা মুসলিমদের (Muslim)

নতুন বছর শুরুর আগে একটি ফতোয়া জারি করেছেন সর্বভারতীয় মুসলিম (Muslim) জামাতের সভাপতি মৌলানা সাহাবুদ্দিন রাজভি বরেলভি। তাঁর কথায়, নতুন বছরের উদযাপন আদতে খ্রিস্ট ধর্মাবলম্বীদের জন্য পালন করা হয়। নতুন বছর উদযাপন মুসলিম (Muslim) ভাই বোনদের জন্য মোটেই গর্বের বিষয় নয়। ভিন ধর্মের উৎসবে না মেতে নিজের ধর্মীয় রীতি পালন করাই উচিত বলে মন্তব্য করেন মৌলানা।

Maulana said to muslim people not to celebrate new year

কে এই মৌলানা: উল্লেখ্য, পাসমান্দা বা মুসলিম (Muslim) সমাজের সবথেকে পিছিয়ে পড়া জাতিদের নিয়ে কাজ করেন মৌলানা সাহাবুদ্দিন রাজভি বরেলভি। সর্বভারতীয় মুসলিম (Muslim) জামাত এর সভাপতিও তিনি। তবে সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যেই এমন বিষ্ফোরক মন্তব্য করে বসেন এই ধর্মগুরু।

আরো পড়ুন : তাঁর আর্জিতেই এত বড় সিদ্ধান্ত! ছবি মুক্তির আগে এল মুখ্যমন্ত্রীর “উপহার”, কী কাণ্ড ঘটালেন রুক্মিণী?

বিষ্ফোরক মন্তব্যের জন্যই পরিচিত: এর আগে সলমন রুশদির লেখা ‘দ্য স্যাটানিক ভার্সেস’ বইটি নিয়েও কটাক্ষ শানাতে দেখা গিয়েছিল তাঁকে। তিনি মন্তব্য করেছিলেন, তিন দশক ধরে নিষিদ্ধ তালিকায় থাকা সত্ত্বেও এই বইটি মানুষ নানা ভাবে কিনছে। বইটি সমাজ এবং ধর্মীয় ভাবনায় আঘাত হানবে বলে দাবি করে তিনি বলেছিলেন, এই বইটিকে একেবারে লোকচক্ষুর আড়াল করে দেওয়া উচিত।

আরো পড়ুন : STF-এর সফল অভিযানে ধৃত আরও এক জঙ্গি! রয়েছে আনসারুল্লাহ বাংলা টিমের সাথে যোগ? কী জানাল পুলিশ?

মৌলানার নতুন বছর উদযাপন মন্তব্য নিয়েও বিতর্ক শুরু হয়েছে বিভিন্ন ক্ষেত্রে। নেটিজেনদের একাংশ ক্ষোভ প্রকাশ করেছে এই বিষয়টি নিয়ে। উল্লেখ্য, পড়শি বাংলাদেশেও নতুন বছর উদযাপন উপলক্ষে সমস্ত বার বন্ধ থাকার এবং আতশবাজি এবং ফানুসে নিষেধাজ্ঞা জারি হয়েছে।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর