টিকিট দেয়নি TMC, ছুটে যান দিল্লি! এবার কি BJP-তে যোগ? জানালেন মৌসম নূর

বাংলা হান্ট ডেস্কঃ তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হতেই সামনে আসে বহু নেতা-নেত্রীর ‘ক্ষোভে’র খবর! ব্যারাকপুর থেকে প্রার্থী না করায় দলকে আক্রমণ করেন অর্জুন সিং। তৃণমূল ছেড়ে সদ্য বিজেপিতে যোগ দিয়েছেন তিনি। টিকিট না পেয়ে অভিমান হয়েছিল সায়ন্তিকারও। এদিকে একপ্রকার ‘গায়েব’ হয়ে গিয়েছিলেন মৌসম বেনজির নূর (Mausam Benazir Noor)। দলের প্রচারেও দেখা মেলেনি তাঁর। এরপর থেকেই মাথাচাড়া দেয় দলবদলের জল্পনা। এবার এই নিয়ে মুখ খুললেন নেত্রী নিজে।

‘আত্মগোপন’ থেকে ফেরার পর মৌসম জানান, ব্যক্তিগত কাজে দু’দিনের জন্য দিল্লি যেতে হয় তাঁকে। এরপর শারীরিক অসুস্থতার কারণে কলকাতার বাড়িতে বিশ্রাম নিচ্ছিলেন। পাশাপাশি স্বীকার করে নেন, চব্বিশের লোকসভা ভোটে (Lok Sabha Election 2024) তাঁর দাঁড়ানোর ইচ্ছা ছিল। তবে তৃণমূল টিকিট না দিলেও দলের হাত ছাড়বেন না, স্পষ্ট করে দেন মৌসম।

আসন্ন লোকসভা ভোটে প্রাক্তন আইপিএস প্রসূন বন্দ্যোপাধ্যায়কে মালদা উত্তর কেন্দ্রে দাঁড় করিয়েছে তৃণমূল (TMC)। সেই কেন্দ্র থেকেই টিকিট পাওয়ার আশা ছিল মৌসমের। বিজেপিকে পরাজিত করার ইচ্ছা ছিল তাঁর। তবে দল টিকিট দেয়নি, বরং আস্থা রেখেছে প্রসূন বন্দ্যোপাধ্যায়ের ওপর। দলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আসন্ন ভোটে একজন সৈনিক হিসেবে লড়াই করবেন বলে জানান মৌসম।

আরও পড়ুনঃ ১৯ বা ২০ নয়! বাংলা থেকে এতগুলি আসন পাবে BJP! সংখ্যা জানিয়ে তোলপাড় ফেললেন অমিত শাহ

গত ১০ মার্চ ব্রিগেডের জনগর্জন সভা থেকে চব্বিশের লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল। এরপর থেকেই একপ্রকার গায়েব হয়ে যান রাজ্যসভার সাংসদ মৌসম। তাহলে কি টিকিট না পেয়ে অভিমানী হলেন তিনি? দেখা দিয়েছিল এই জল্পনা। তবে ‘আত্মগোপন’ থেকে ফেরার পর সেই জল্পনায় জল ঢাললেন তৃণমূল নেত্রী।

mausam benazir noor on leaving tmc

মৌসম জানান, তৃণমূল ছেড়ে অন্য দলে যোগ দেওয়ার কোনও পরিকল্পনা তাঁর ছিল না। প্রদেশ কংগ্রেসের নেতৃত্বের তরফ থেকে একাধিকবার অনুরোধ করা হয়েছিল। হাইকমান্ড থেকেও যোগাযোগ করা হয়। তবে তৃণমূল ছাড়ার সিদ্ধান্তে অনড় থাকেন নেত্রী। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা আছে। চব্বিশের ভোটে দল যা দায়িত্ব দেবে সেটাই পালন করবেন বলে জানিয়েছেন মৌসম।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর