বাংলা হান্ট ডেস্কঃ অনূর্ধ্ব 19 বিশ্বকাপ জয়ী কেকেআর পেসার শিবম মাভি কেকেআর বনাম পাঞ্জাব কিংস ম্যাচে দারুণ বোলিং করেছিলেন। 4 ওভার বল করে মাত্র 13 রান দিয়ে ক্রিস গেইলের মত ব্যাটসম্যানের মূল্যবান উইকেট নিয়েছিলেন তিনি। স্বাভাবিকভাবেই শিভম মাভি কে নিয়ে আশায় বুক বেঁধেছিলো কেকেআর টিম ম্যানেজমেন্ট সহ কেকেআর সমর্থকরা। তারা ভেবেছিল এবার হয়তো মাভির হাত ধরে হাল ফিরতে চলেছে কেকেআরের।
দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচেও সুযোগ দেওয়া হয়েছিল মাভিকে। তার হাতেই তুলে দেওয়া হয়েছিল ইনিংসের প্রথম ওভার কিন্তু প্রথম ওভারেই সমস্ত আশায় জল ঢেলে দিলেন দিল্লির ব্যাটসম্যান পৃথ্বী। মাভির প্রথম ওভারের ছয় বলে ছ-টি চার মেরে মোট 25 রান তুলে নেন পৃথ্বী। স্বাভাবিক ভাবেই এই ম্যাচে আর এক ওভারও বল সুযোগ পায়নি মাভি। কেকেআর অধিনায়ক ইয়ন মর্গ্যান এই ম্যাচে মাভির হাতে বল তুলে দেওয়ার মতো সাহস দেখাননি।
অনূর্ধ্ব 19 পর্যায় থেকে ভারতীয় দলের হয়ে একসাথে খেলে আসছেন শিভম মাভি এবং পৃথ্বী শ। অনূর্ধ্ব 19 বিশ্বকাপ ভারতের জয়ের পেছনে এই তরুণ ক্রিকেটার এর অবদান ছিল অনস্বীকার্য। স্বাভাবিক ভাবেই দুজনের বন্ধুত্ব দীর্ঘ দিনের। আর নিজের বন্ধুর কাছে এক ওভারে ছ-টি চার খাওয়ার বদলা ম্যাচের শেষেই নিয়ে নিলেন মাভি। ম্যাচের শেষে পৃথ্বীর গলা টিপে ধরলেন মাভি যদিও পুরো ঘটনাটিই ছিল বন্ধুত্বপূর্ণ খুনঁসুটি।