বাংলাহান্ট ডেস্ক : বর্তমানে ভারতের প্রায় প্রত্যেক বাসিন্দারই রয়েছে কমপক্ষে একটি করে ব্যাংক অ্যাকাউন্ট (Bank Account)। তবে অনেকেই রয়েছেন যারা একসাথে একাধিক ব্যাংক অ্যাকাউন্ট অপারেট করে থাকেন। কোনও অ্যাকাউন্ট ব্যবহার করা হয় সেভিংসের জন্য, আবার কোনও অ্যাকাউন্ট স্যালারি অ্যাকাউন্ট হিসেবে ব্যবহার করা হয়।
সর্বোচ্চ ব্যাংক অ্যাকাউন্টের (Bank Account) সংখ্যা
ডিজিটাল ট্রানজাকশনের যুগে অনেকে আবার একটি আলাদা ব্যাংক অ্যাকাউন্ট (Bank Account) রেখে দেন বিভিন্ন অনলাইন লেনদেনের জন্য। বিভিন্ন কাজের জন্য অনেকেই তাই খুলে থাকেন একাধিক ব্যাংক অ্যাকাউন্ট। তবে একজন ভারতীয় নাগরিক সর্বোচ্চ কটি ব্যাংক অ্যাকাউন্ট একসাথে অপারেট করতে পারেন? কী বলছে RBI’র নিয়ম?
একজন নাগরিক কটি ব্যাংকে অ্যাকাউন্ট (Bank Account) খুলবেন তা সম্পূর্ণ তার ইচ্ছার উপর নির্ভরশীল। ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যার উপর কোনও বিধি-নিষেধ বা সর্বোচ্চ সীমা নেই। সিঙ্গেল সেভিংস অ্যাকাউন্ট হোক কিংবা জয়েন্ট অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট হোক কিংবা অন্যান্য, রিজার্ভ ব্যাংকের নিয়ম বলছে ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যার উপর সর্বোচ্চ সীমা নেই।
আরোও পড়ুন : বিন্দু মাসির ছবি দেখলেই চিৎকার! এখনও ভয়ে কাঁপে গ্রামগঞ্জের বাচ্চারা
আপনারা চাইলে বিভিন্ন ব্যাংকে একাধিক অ্যাকাউন্ট (Bank Account) খুলতেই পারেন। তবে সেক্ষেত্রে প্রত্যেকটি ব্যাংকের নিয়ম অনুযায়ী অ্যাকাউন্টে নূন্যতম ব্যালেন্স বজায় রাখা জরুরী। অ্যাকাউন্টে নূন্যতম ব্যালেন্স না রাখলে গুনতে হবে ফাইন। স্যালারি অ্যাকাউন্ট ছাড়া অন্য সব ধরনের অ্যাকাউন্টে বজায় রাখতে হয় নূন্যতম ব্যালেন্স। রুরাল, আরবান আর মেট্রো, এই তিন ধরনের এলাকার উপর নির্ভর করে ভিন্ন হয়ে থাকে অ্যাকাউন্টের নূন্যতম ব্যালেন্স।
বিভিন্ন ধরনের ব্যাংক অ্যাকাউন্ট :
ব্যবসায়িক কাজের জন্য সাধারণত কারেন্ট অ্যাকাউন্ট খোলা হয়ে থাকে। সাধারণ লেনদেন বা অর্থ জমার জন্য সেভিংস অ্যাকাউন্ট খোলা হয়। একাধিক ব্যক্তির সমন্বয়ে অ্যাকাউন্ট খুললে সেটাকে জয়েন্ট অ্যাকাউন্ট বলা হয়ে থাকে। আবার যে ব্যাংক অ্যাকাউন্টে আপনার বেতন আসে সেটিকে স্যালারি অ্যাকাউন্ট বলা হয়। তবে বেশ কিছু ব্যাংক রয়েছে যারা জিরো ব্যালান্স অ্যাকাউন্ট অফার করে থাকে। এই ধরনের অ্যাকাউন্টে নূন্যতম কোনো ব্যালেন্স বজায় রাখতে হয়না।