ভারতীয় নারীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন এই অস্ট্রেলিয়ান ক্রিকেটার, খুব শীঘ্রই হবে শুভ পরিণয়

বাংলা হান্ট ডেস্কঃ এই বছরের শুরুর দিকে ম্যাক্সওয়েল জানিয়েছিলেন যে তিনি খুব শীঘ্রই এনগেজমেন্ট করতে চলেছেন তার দীর্ঘদিনের বান্ধবী ভিনি রমনের সাথে। ফেব্রুয়ারি মাসে ইনস্টাগ্রামে এই তথ্য জানিয়েছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। তারপর ১৪ ই মার্চ তিনি ইনস্টাগ্রামে তার আর তার সঙ্গিনীর এনগেজমেন্টের ছবি শেয়ার করেন। তাকে অভিনন্দন জানান ক্রিস লিন, জিমি নিশাম এর মত তারকা ক্রিকেটাররাও। ভারতীয় রীতি মেনে এই এনগেজমেন্টে হয় এবং তারপর ভিনি ইঙ্গিত দেন খুব দ্রুতই বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন তিনি এবং ম্যাক্সওয়েল।

দ্রুতই সম্পন্ন হবে বিবাহ
এবার খুব দ্রুতই ভিনি এবং ম্যাক্সওয়েল বিবাহ করতে চলেছেন। এই বিবাহ সম্পন্ন হলে ম্যাক্সওয়েল হয়ে যাবেন দ্বিতীয় অজি তারকা যিনি ভারতীয় মেয়ের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। আর একজন অজি জামাই পাওয়ার জন্য আগ্রহী হয়ে রয়েছেন ভারতীয় নেটিজেনরা।

ডিপ্রেশনের সঙ্গী
২০১৯ সালে ম্যাক্সওয়েল ভুগছিলেন মানসিক অবসাদে। ফলে বেশ কিছুদিন নিজেকে সরিয়ে রেখেছিলেন যাবতীয় ক্রিকেট সংক্রান্ত ব্যাপার থেকে। তখন সবসময় তিনি পাশে পেয়েছিলেন ভিনি-কে। ম্যাক্সওয়েলের দাবি, ভিনির জন্যই তিনি দ্রুত অবসাদ কাটিয়ে উঠতে পেরেছিলেন। যার জন্য তাদের ভালোবাসা আরও দৃঢ় হয়।

কোথায় বসবাস করেন ভিনি?
২০১৭ থেকেই একে অপরকে ডেট করছিলেন ভিনি এবং ম্যাক্সওয়েল। ২০১৯ এ প্রথম অস্ট্রেলিয়া ক্রিকেটের পুরস্কারবিতরণী অনুষ্ঠানে ভিনি-কে সঙ্গে করে নিয়ে যান ম্যাক্সওয়েল। তারপর তাদেরকে অনেক জায়গায় একসাথে দেখা যেতে থাকে। ভারতীয় বংশোদ্ভূত ভিনি বর্তমানে অস্ট্রেলিয়ার মেলবোর্নে বসবাস করেন। সব কিছু ঠিক থাকলে দ্রুতই সাঁতপাকে বাঁধা পড়তে পারেন ভিনি এবং ম্যাক্সওয়েল।

Reetabrata Deb

সম্পর্কিত খবর