বাংলা হান্ট ডেস্কঃ কর্ণাটকের (Karnataka) মুখ্যমন্ত্রী বি.এস ইয়েদুরাপ্পাকে (BS Yediyurappa) পদ থেকে হটানো এবং ওনার জায়গায় নতুন মুখ্যমন্ত্রী নিযুক্ত করার গুঞ্জন এখন তীব্র হয়েছে। এমনকি খোদ ইয়েদুরাপ্পা এর সঙ্কেত দিয়েছেন। শনিবার এই বিষয়ে কথা বলার সময় ইয়েদুরাপ্পা বলেন, ‘মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার প্রথম দিন থেকে আমাকে অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে।” উল্লেখ্য, জানা যাচ্ছে যে আজই ইয়েদুরাপ্পা মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে পারেন।
ইয়েদুরাপ্পা বলেন, যেদিন থেকে মুখ্যমন্ত্রী পদের শপথ নিয়েছি, সেই দিন থেকেই লাগাতার অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছে। সেটা রাজ্যে আসা প্রাকৃতিক দুর্যোগ হোক অথবা করোনা সংক্রমণ। এরকম প্রাকৃতিক দুর্যোগ আগে হত না। অন্যদিকে করোনা অনেক মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। আর এখন আবার রাজ্যে বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে।
কর্ণাটকের রাজনীতিতে ইয়েদুরাপ্পা অনেক বড় নাম। ইয়েদুরাপ্পার দীর্ঘ রাজনৈতিক জীবন শিকারিপুরার পুরসভা অধ্যক্ষ হিসেবে শুরু হয়। প্রথমবার ১৯৮৩ সালে শিকারিপুর বিধানসভা কেন্দ্র থেকে তিনি জয়লাভ করেন। ওই কেন্দ্র থেকে তিনি আটবার বিধানসভার নির্বাচন জিতেছেন। কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসেবে এটা ওনার চতুর্থ কার্যকাল।
অন্যদিকে, ইয়েদুরাপ্পার বদলে কর্ণাটকের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে নাম উঠে আসছে ধারবাড়ের ৪ বারের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশির নাম। যদিও, কেন্দ্রীয় মন্ত্রী এই বিষয়ে কিছুই জানেন না বলে জানিয়েছেন। প্রহ্লাদ জোশি বলেছেন, তিনি ইয়েদুরাপ্পার উত্তরাধিকারী হওয়ার জন্য কারও সঙ্গে আলোচনা করেন নি। এই খবর কেবল মিডিয়াতে পাওয়া যাচ্ছে। তাই আমি এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া দিতে চাই না।