বাংলা হান্ট ডেস্ক :২৫ ডিসেম্বরের বড়দিনের আগে থেকেই সমস্ত পশ্চিমি ঝঞ্ঝা সরে গিয়ে একেবারে হাড় কাঁপানো ঠান্ডা পড়েছিল। যা নিযে একেবারে জবুথবু হয়েছে রাজ্যের বিভিন্ন জেলা। বেশ কয়েকদিন শৈত্যপ্রবাহও বয়েছে। এমনকি শহরতলির তাপমাত্রা ১১ ডিগ্রির আশে পাশে ঘেরাফেরা করেছে। শীতের আমেজ পেয়েই অমনি বঙ্গবাসী শুরু করেছিল পিকনিক, ও ঘোরাফেরা। এমনকি বর্ষশেষে কি কি করা যাবে সেই প্ল্যানও বানিয়েছিল একটু রোদ দেখেই। কিন্তু ওই যে আবহাওয়া দফতরে আগে থেকেই জানিয়েছে, কোনো মতেই এই শীত স্থায়ী নয়। কারণ বর্ষ শুরুতেই বৃষ্টির সম্ভাবনা। ঠিক তেমনটাই ঘটল সপ্তাহের প্রথমেই।
সোমবার সকাল থেকেই আকাশে মেঘের ছায়া উঁকি দিচ্ছে, ছুটির দিনের মতো ঠান্ডাও নেই। তাই আমজনতার কপালে চিন্তার ভাঁজ পড়েছে। গরমের পারদ চড়বে নাকি। হ্যাঁ ঠিক তেমনটাই বলছে হাওয়া অফিস। আগামী দুদিন তাপমাত্রার পারদ চড়বে বলেই আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া দফতর। অর্থাত্ মঙ্গল ও বুধবার আকাশ মেঘলা থাকার কারণে বাড়বে তাপমাত্রা। তাই বেশ গরম অনুভূত হবে। যদিও এপ্রিলের গরম নয় কিন্তু গত সপ্তাহের মতো ঠান্ডাও অনুভূত হবে না।
এমনকি তাপমাত্রা ১৪ ডিগ্রিতে ঠেকতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে। সপ্তাহের শেষ দিকে রাজ্যের বিভিন্ন জেলাতে বেশ ঠান্ডার দাপট ছিল। উত্তরের জেলাগুলিতে তো আবার বরফ পড়েছে। বৃষ্টিও হয়েছে। তাই বেশ ঠান্ডা ছিল। রাজধানী শহরেও ব্যাপক ঠান্ডা ছিল। কিন্তু তেমনটা হচ্ছে না বোধহয় বছরের শুরু টা। বুধবার থেকে আবারও দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে আবহবিদদের। যদিও পশ্চিমী ঝঞ্ঝা কেটে যাওয়ায় শনিবার সকালে রাজ্যে উত্তরের শীতল হাওয়া ঢুকছে যা আগামী তিন দিন অর্থাত্ রবি সোম ও মঙ্গলবার বজায় থাকবে এবং রাত্রে তাপমাত্রার পারদ অনেকটাই কমবে কিন্তু মঙ্গলবার বিকেল থেকে তাপমাত্রা বাড়বে।
তার পর বুধ থেকে আবারও বৃষ্টি শুরুর সম্ভাবনা রয়েছে, বুধ বৃহস্পতি ও শুক্র এই তিন দিন টানা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়াঅফিস সূত্রে জানানো হয়েছে উত্তর পশ্চিম ভারতের ওর পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হওয়ায় বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হবে আর তাই উত্তুরে হাওয়াকে বঙ্গে ঢুকতে বাধা দেবে এবং বৃষ্টি শুরু হবে।