আজই গ্রেফতার হতে পারেন প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম

Published On:

 

বাংলা হান্ট ডেস্কঃ এবার সিবিআইয়ের নজরে প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম। আই এন এক্স ভিডিও মামলায় চরম বিপাকে পি চিদম্বরম।

প্রসঙ্গত, গতকাল রাত ১২.৩০ নাগাদ পি চিদম্বরমের দিল্লির বাড়িয়ে নোটিশ ঝুলিয়ে দেয় সিবিআই। জিজ্ঞাসাবাদ করার জন্য পি চিদম্বরমকে দুই ঘণ্টার মধ্যে হাজিরার নির্দেশ দেওয়া হলেও সেই হাজিরায় উপস্থিত হন না প্রাক্তন অর্থমন্ত্রী। উপরন্তু নিজের ফোনও বন্ধ করে রাখেন তিনি।

তারপরই আজ সাত সকালে সিবিআই অধিকারের একটি দল তার দিল্লির বাড়িতে পৌঁছায়। বাড়িতে পৌঁছালেও দেখা মেলেনি পি চিদম্বরমের। জানা গিয়েছে, গ্রেফতারি এড়াতেই নাকি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন চিদাম্বরম।

X