মে দিবস বাতিল, রাম নবমীতে ছুটি! কলকাতা হাইকোর্টের ছুটির তালিকা ঘিরে শোরগোল

বাংলা হান্ট ডেস্কঃ সাম্প্রতিক অতীতে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) ছুটি নিয়ে বিস্তর চর্চা হয়েছে। এত ছুটি কেন থাকবে সেটা নিয়েও বহুবার প্রশ্ন উঠেছে। এর মাঝেই এবার উচ্চ আদালতের ছুটির তালিকায় দেখা গেল বড় চমক! সংযোজিত হয়েছে রামনবমীর ছুটি। এদিকে আবেদন করার পরেও মে দিবসের ছুটি যুক্ত হয়নি বলে খবর।

  • হাইকোর্টের (Calcutta High Court) ছুটির তালিকা নিয়ে শুরু চর্চা!

আইনজীবীদের একাংশ ইতিমধ্যেই হাইকোর্টের ছুটির তালিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন। মে দিবসে কোনও ছুটি নেই। সেদিন কাজ করতে হবে। এদিকে রাম নবমীতে (Ram Navami) ছুটি দেওয়া হয়েছে। কেন এমন সিদ্ধান্ত? অনেকে প্রশ্ন তুলতে শুরু করেছেন।

আইনজীবী শামিম আহমেদ জানান, কলকাতা হাইকোর্টে আগে মে দিবসের (May Day) ছুটি ছিল। তবে ২০১৭ সালের পর কোনও কারণ ছাড়াই সেটা বাতিল হয়ে যায়। তাঁর কথায়, ‘৫টি ক্যালেন্ডার সমেত আমরা অ্যাডমিনিস্ট্রেশনকে আমরা জানিয়েছিলাম যাতে ছুটি দেওয়া হয়। এরপরেও আমাদের হাইকোর্টের ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করা হচ্ছে না’।

আরও পড়ুনঃ দেশের মধ্যে সেরা কলকাতা! নববর্ষের আগেই নয়া শিরোপা! সুখবর দিলেন ব্রাত্য বসু

রাম নবমীর দিন হাইকোর্টের ছুটি (Holiday) দেওয়ার বিষয়ে বিজেপি পন্থী আইনজীবীদের মত, রাম সমগ্র দেশের দেবতা। তাই রামের পুজোর দিন ছুটি থাকা প্রয়োজন বলে মত তাঁদের। বিজেপিপন্থী আইনজীবী নীলাঞ্জন ভট্টাচার্যের কথায়, ‘আমাদের আস্থা রাম। ১৪০ কোটি ভারতবাসীর শ্রীরাম হচ্ছে সংস্কৃতি। আর আমরা এদেশের নাগরিক। আমাদের সংস্কৃতিকে স্বীকৃত দেওয়াটাই স্বাভাবিক। আর মে দিবস ঐতিহাসিক বিপ্লবের এক মুহূর্ত। সারা পৃথিবীতে এমন অনেক বিপ্লব হয়েছে। এখন সব দিবসে ছুটি দেওয়া হলে আদালত চলবে না’।

Calcutta High Court

এদিকে তাৎপর্যপূর্ণভাবে রামনবমীর দিন হাইকোর্টে (Calcutta High Court) ছুটি থাকা প্রসঙ্গে কোনও প্রতিবাদ জানাননি তৃণমূলপন্থী আইনজীবী। উল্টে বলা হয়, ‘রথযাত্রা, বুদ্ধপূর্ণিমাতেও আমরা ছুটি পেয়েছি। তবে এটা সব বিচারপতিরা সিদ্ধান্ত নিয়েছেন। আমরা এটাকে একটা ছুটি হিসেবেই দেখছি। এটা গেরুয়াকরণ নয়। সবাই রাম ও কৃষ্ণের পুজো করে। এটা নিয়ে বিতর্ক রাখার প্রয়োজন নেই’।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর