ফের বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করছে বিধ্বংসী ‘ফণী’ 

 

বাংলা হান্ট ডেস্ক :- গতিমুখ পরিবর্তন করে পুনরায় বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করতে চলেছে ‘ফণী’ তবে এর শক্তি এখন অনেকটাই কম৷সময়ের সাথে সাথে এটি তার শক্তি হারিয়ে পরিণত হল গভীর নিম্নচাপে৷ ‘ফণী’র প্রভাব এখন বাংলাদেশের সর্বত্র লক্ষ্যনীয়। ফণীর কবলে উপকূলের সমস্ত জেলাগুলোতে বহু ঘরবাড়ি তছনছ হয়ে গেছে। সব থেকে দুর্বিসহ এলাকাগুলির মধ্যে অন্যতম হল চাঁদপুর ও নোয়াখালী৷ সংবাদ সূত্রে পাওয়া খবর অনুযায়ী এখনও পর্যন্ত মৃত ১৮ জন, জখম আরও অনেকে৷

 

বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের পরিচালক শামসুদ্দিন আহমদ এ ব্যপারে বললেন-”ফণী আগের শক্তি অনেকটাই লোপ পেয়েছে৷ এর গতিপথ বর্তমানে উত্তর ও উত্তরপূর্ব দিকে৷

325dc a0a521a4 173f 488a 94a9 b954f2cc5810

ওই দিকেই এই ‘ফণী’ অগ্রসর হচ্ছে ঘণ্টায় প্রায় ২০ কিলোমিটার বেগে ঢাকা, টাঙ্গাইল, নেত্রকোনা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ অঞ্চল অতিক্রম করে ক্রমশ এটি পশ্চিমবঙ্গে প্রবেশ করবে।

সম্পর্কিত খবর