বাংলা হান্ট ডেস্ক :- গতিমুখ পরিবর্তন করে পুনরায় বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করতে চলেছে ‘ফণী’ তবে এর শক্তি এখন অনেকটাই কম৷সময়ের সাথে সাথে এটি তার শক্তি হারিয়ে পরিণত হল গভীর নিম্নচাপে৷ ‘ফণী’র প্রভাব এখন বাংলাদেশের সর্বত্র লক্ষ্যনীয়। ফণীর কবলে উপকূলের সমস্ত জেলাগুলোতে বহু ঘরবাড়ি তছনছ হয়ে গেছে। সব থেকে দুর্বিসহ এলাকাগুলির মধ্যে অন্যতম হল চাঁদপুর ও নোয়াখালী৷ সংবাদ সূত্রে পাওয়া খবর অনুযায়ী এখনও পর্যন্ত মৃত ১৮ জন, জখম আরও অনেকে৷
বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের পরিচালক শামসুদ্দিন আহমদ এ ব্যপারে বললেন-”ফণী আগের শক্তি অনেকটাই লোপ পেয়েছে৷ এর গতিপথ বর্তমানে উত্তর ও উত্তরপূর্ব দিকে৷
ওই দিকেই এই ‘ফণী’ অগ্রসর হচ্ছে ঘণ্টায় প্রায় ২০ কিলোমিটার বেগে ঢাকা, টাঙ্গাইল, নেত্রকোনা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ অঞ্চল অতিক্রম করে ক্রমশ এটি পশ্চিমবঙ্গে প্রবেশ করবে।