বাংলা হান্ট ডেস্কঃ সমাজবাদী পার্টির বিধায়ক দারা সিং চৌহানের পদত্যাগের পর থেকেই উত্তরপ্রদেশে বিজেপির নির্বাচনী কৌশল নিয়ে তুঙ্গে জল্পনার সৃষ্টি হয়েছে। জানা গিয়েছে যে, দারা সিং শীঘ্রই বিজেপিতে যোগদানের কথা ঘোষণা করতে পারেন। মনে করা হচ্ছে, দারা সিং চৌহানের পদত্যাগকে হাতিয়ার করেই বিজেপি তাদের প্রচারাভিযান শুরু করেছে। বর্তমানে বিজেপির প্রধান লক্ষ্য হল লোকসভা নির্বাচনে বিরোধীদের, বিশেষ করে সমাজবাদী পার্টিকে বড় ধাক্কা দেওয়া। সূত্র মতে, দারা সিং ছাড়াও আরও অনেক SP বিধায়ক বিজেপির সাথে যোগাযোগে রয়েছেন। তাদের একযোগে করার জন্য কয়েকজন বিজেপি নেতার কাঁধে দায়িত্ব দেওয়া হয়েছে।
উল্লেখ্য, বিজেপি লোকসভা নির্বাচনে রাজ্যের সমস্ত ৮০টি আসন জয়ের লক্ষ্য নিয়ে কাজ করছে এবং পিছিয়ে পড়া জাতিদের নিজেদের দিকে করার জন্য নয়া কৌশল আপন করছে। আর এই অভিযানেই অন্য দলের পিছিয়ে পড়া নেতাদের বিজেপিতে যুক্ত করার অভিযান শুরু করেছে গেরুয়া শিবির। একই সঙ্গে বিধানসভা নির্বাচনের সময় বিজেপি থেকে এসপিতে যাওয়া নেতাদের ফিরিয়ে আনার তোরজোড়ও শুরু হয়েছে।
যোগী সরকারের প্রথম টার্মে বনমন্ত্রী থাকা দারা সিং চৌহানের পদত্যাগকে বিজেপির এই প্রচারের যোগসূত্র হিসাবে বিবেচনা করা হচ্ছে। এছাড়াও, প্রাক্তন মন্ত্রী ধরম সিং সাইনির প্রত্যাবর্তন নিয়েও জল্পনা চলছে, তবে বলা হচ্ছে যে সাইনিকে নিয়ে কিছু সমস্যা রয়েছে, তাই তার বিষয়টি এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।
সূত্রের মতে, অখিলেশ যাদবের অনেক বিধায়কের দিকেই নজর গাড়িয়ে বসে রয়েছে বিজেপি। এমনও বলা হচ্ছে যে, এসপি বিধায়করা নিজেই বিজেপির সঙ্গে যোগাযোগ করছেন। বলা হচ্ছে এই বিধায়করা বিজেপির এক সিনিয়র নেতার মাধ্যমে যোগাযোগ করছেন। একই সঙ্গে পশ্চিম উত্তরপ্রদেশের মায়াবতীর দলের কিছু সাংসদও বিজেপিতে যোগ দিতে পারেন। রাজ্যে অন্যান্য দলের নেতাদের বিজেপিতে অভিযানের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক এবং পরিবহন মন্ত্রী দয়াশঙ্কর সিং-র কাঁধে।