বাংলাহান্ট ডেস্ক : মহাত্মা গান্ধীর জায়গায় সুভাষচন্দ্র বসুর ছবি থাকা উচিৎ ভারতীয় নোটে (Indian Rupee Note), সোশ্যাল মিডিয়া জুড়ে এমনটাই দাবি শোনা যায় সবসময়। তবে তখন মহাত্মা গান্ধীর ছবি প্রতিস্থাপনের তেমন কোন সংকেত পাওয়া যায়নি সরকারের তরফ থেকে। তবে, এইসময় খানিকটা আকস্মিকভাবে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (Reserve Bank of India) পরিবর্তনের ছোঁয়া আনতে পারে বলে খবর।
মহাত্মা গান্ধীর (Mahatma Gandhi) পাশাপাশি অন্য মনীষীদের ছবিও ছাপা হতে পারে অচিরেই এমনটাই আভাস দিয়েছে আরবিআই। মনীষীদের তালিকায় নাম রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর (Rabindranath Tagore) এবং প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আবদুল কালামের (A. P. J. Abdul Kalam)। এবং সেই বিষয়ে প্রাথমিক কাজ শুরু করেছে দেশের সর্বোপরি রিজার্ভ ব্যাংক এবং সিকিউরিটি প্রিন্টিং অ্যান্ড মিন্টিং কর্পোরেশন অফ ইন্ডিয়া।
আসন্ন পরিবর্তনে, কাগজের নোটে কেবল এই দু’জনকেই প্রাথমিকভাবে বাছা হয়েছে যদিও তার কারণ সম্বন্ধে আপাতত কোনো তথ্য জানা যায়নি। তবে স্বাধীনতা আন্দোলনের সময় এবং স্বাধীন ভারতে দেশের জন্য বিশেষ ভূমিকা পালন করা মহান ব্যক্তিদের ছবি ছাপানোর চিন্তাভাবনা করা হচ্ছে ধীরে ধীরে। স্বাধীনতার ৭৫তম বর্ষে এই উদ্যোগকে অভূতপূর্ব বলেই মনে করা হচ্ছে ।
এর পিছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য আছে নাকি, সেই ব্যাপারে আলোচনার গুরুত্ব দেখা দিয়েছে অনেক ক্ষেত্রেই। অনেকে মনে করছেন দীনদয়াল উপাধ্যায়, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়দের মতো গেরুয়া শিবিরের প্রাতঃস্মরণীয় মুখগুলি ফুটে উঠবে নতুন ভারতের নতুন মুদ্রায়। কেবল বিতর্ক এড়াতে, এবং আগামী দিনে সম্ভাব্য প্রতিকূলতাগুলি সামলে উঠতে অন্য মনীষীদের ছবি ছাপার সিদ্ধান্ত সরকার কার্যকর করে নিতে চাইছে বলেও একাংশের মতামত।
প্রসঙ্গত উল্লেখ্য, ইতিমধ্যেই দেখা গিয়েছে, পার্টির অনেক প্রয়াত এবং চর্চিত নামে নানা সরকারি প্রকল্প চালু করেছে কেন্দ্রীয় সরকার। স্বাধীনতার পরেও বেশ কিছু বছর দেশে ব্রিটিশ সরকারের চালু করে যাওয়া নোট চলত। মহাত্মা গান্ধী নিহত হওয়ার পর কাগজের নোটে তাঁর ছবি ব্যবহার নিয়ে সেই সময়ে যথেষ্ট সমস্যার সৃষ্টি হয়েছিল। শুরুর দিকে অশোকস্তম্ভর ছবি দেখা যেত কাগজে নোটে। ১৯৬৯ সালে সর্বপ্রথম রিজার্ভ ব্যাঙ্ক ১০০ টাকার কাগজের নোটে গান্ধীর ছবি বসায়। সেই থেকে এখনও পর্যন্ত আর কোনও মনীষীর ছবি নোটে স্থান পায়নি।
তবে মার্কিন যুক্তরাষ্ট্রসহ পৃথিবীর বহু দেশেই একাধিক বিজ্ঞ এবং সম্মানীয় ব্যক্তি বা রাষ্ট্রপ্রধানের জলছবি ব্যবহারের প্রচলন আছে। মনে করা হচ্ছে, সেই ভাবনা থেকেই এ উপমহাদেশেও কাগজের নোটে গান্ধীর পাশাপাশি অন্য মনীষীদের উপস্থিতির ভাবনা চিন্তা।