বাংলা হান্ট ডেস্কঃ রোহিত শর্মাকে (Rohit Sharma) নিউজিল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে টি-২০ সিরিজের জন্য ভারতীয় দলের (India National Cricket Team) অধিনায়ক বানানো হয়েছে। বিরাট কোহলি (Virat Kohli) আগেভাগেই অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা করেছিলেন। নিউজিল্যান্ডের সঙ্গে এই সিরিজ ১৭ই নভেম্বর থেকে শুরু হচ্ছে। মোট তিনটি টি-২০ আর দুটি টেস্ট ম্যাচ (Test Match) খেলবে ভারত (India)। ২৫ নভেম্বর থেকে দুটি টেস্ট ম্যাচের সিরিজ শুরু হতে চলেছে। নিউজিল্যান্ডের সঙ্গে এই টেস্ট সিরিজ ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপেরই অংশ।
তবে টেস্ট সিরিজ শুরু হওয়ার আগেই ভারতীয় শিবিরকে নিয়ে বড় খবর সামনে আসছে। শোনা যাচ্ছে যে, নিউজিল্যান্ডের সঙ্গে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে বিরাট কোহলিকে (Virat Kohli) বিশ্রাম দিচ্ছে BCCI, পাশাপাশি রোহিত শর্মাকে দুটি টেস্ট ম্যাচ থেকেই বিশ্রাম দেওয়া হচ্ছে। বিরাট কোহলি আর রোহিত শর্মা না থাকায় প্রথম টেস্ট ম্যাচে অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane) ভারতীয় দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব সামলাবেন বলে জানা যাচ্ছে।
উল্লেখ্য, রাহানের অধিনায়কত্বে ভারত অস্ট্রেলিয়ার সঙ্গে জয় হাসিল করেছিল। যদিও, বিগত ইংল্যান্ড সিরিজে রাহানে ব্যাটে ভালো কেরামমতি দেখাতে পারেন নি, যার জেরে ওনাকে নিয়ে অনেক প্রশ্নও উঠেছিল।
রাহানে ইংল্যান্ড সিরিজের ৭টি ইনিংসে মাত্র একটিই অর্ধশতরান করতে পেরেছিলেন। উনি লর্ডসে খেলা দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ৬১ রান করেছিলেন। এছাড়া বাকি ছয়টি ইনিংসে যথাক্রমে ১৪, ০, ১৮, ১০, ১ আর ৫ রান করে আউট হয়ে গিয়েছিলেন। ওনার টেস্ট ক্রিকেটের ইতিহাস বলছে, ৭৮টি ম্যাচের ১৩২টি ইনিংসে তিনি ৪০-র গড়ে ৪ হাজার ৭৫৬ রান করেছেন। যার মধ্যে ১২টি শতরান আর ২৪টি অর্ধশতরান রয়েছে। টেস্ট ক্রিকেটে রাহানের সর্বাধিক রান হল ১৮৮।