বাংলা হান্ট ডেস্কঃ বড়সড় রদবল করতে চলেছে বিজেপি। দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে ইতিমধ্যে দিল্লী ডেকে পাঠিয়েছেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি জেপি নাড্ডা। দিলীপবাবু আজ রাতেই দিল্লীর উদ্দেশ্যে রওনা দেবেন। প্রাপ্ত খবর অনুযায়ী, বঙ্গ বিজেপির যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ-কে (Saumitra Khan) ওনার পদ থেকে সরানো হতে পারে। ওনার বদলে তিনজনের নাম উঠে আসছে।
তিনজনের মধ্যে সবার শীর্ষে রয়েছেন পুরশুড়ার বিজেপি বিধায়ক বিমান ঘোষ। এরপর নাম রয়েছে রানাঘাটের বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারী। তালিকার তৃতীয় স্থানে রয়েছেন ময়নার বিজেপির বিধায়ক তথা প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অশোক দিন্দা।
যদিও, এই নিয়ে সৌমিত্রবাবুর মুখে ভিন্ন সুর শোনা গিয়েছে। তিনি জানিয়েছেন, উনি নিজে থেকেই এই পদ ছাড়তে চাইছেন কারণ ওনার বয়স ৪০ পার করেছে। সেই কারণে যুব মোর্চায় ওনার থাকা উচিৎ নয়। তিনি এই পদে যুব নেতাদের জায়গা দেওয়া হোক সেটাই চাইছেন।
উল্লেখ্য, বুধবার দুপুরে একদিকে যখন কেন্দ্রীয় মন্ত্রীসভায় রদবদল চলছিল তখন আরেকদিকে সৌমিত্র খাঁ ফেসবুকে বিস্ফোরক পোস্ট করে ঘোষণা করেন যে তিনি যুব মোর্চার সভাপতি পদ থেকে পদত্যাগ করছেন। এরপর তিনি লাইভে এসে কারও নাম না করে রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। যদিও, পরে তিনি কেন্দ্রীয় নেতৃত্বদের কথায় ইস্তফা ফিরিয়ে নেন।
সৌমিত্রবাবু জানিয়েছেন, আমি এর আগেও যুব মোর্চার সভাপতি পদ থেকে অব্যহতি চেয়েছিলাম কারণ আমার বয়স পার করে গিয়েছে। আমি চাই এই পদে নতুন কোনও মুখ আসুক। যুবর দায়িত্বে যুবরাই থাকুক চাইছেন সৌমিত্রবাবু।